নিজের শখের পোশাক ডিজাইন করে হয়ে উঠলেন উদ্যোক্তা

0
উদ্যোক্তা তাসনিম ফেরদৌস

উদ্যোক্তা তাসনিম ফেরদৌস। ছোটবেলা থেকেই নিজের পোশাক নিজেই ডিজাইন করতে পছন্দ করতেন। শখ থেকেই মূলত এই কাজের শুরু।

২০১৫ সালে তার উদ্যোগের সূচনা। চাকরির পাশাপাশি নিজের উদ্যোগে কাজ করতেন। ধীরে ধীরে দেখলেন তার ডিজাইন করা পোশাক মানুষের ভালো লাগছে। পরবর্তীতে তিনি বড় পরিসরে কাজ শুরু করেন।

তাসনিম ফেরদৌস মূলত নারীদের পোশাক নিয়ে কাজ করেন। যেমন: কুর্তি, লং ড্রেস, শাড়ি, ওড়না, গাউন সেট, লং কটি, রিভারসাইড কটি,জ্যাকেট, ব্লেজার, জাম্পসুট, টপস,ক্রপটপ, বেল্ট ইত্যাদি। এছাড়া তার প্রতিষ্ঠান মগ,স্কেচবুকও তৈরি করে।

উদ্যোক্তা তাসনিম মূলত চাকরির পাশাপাশি তার উদ্যোগ চালাতেন। তাই সময় মিলিয়ে কাজ করা কষ্টকর হয়ে যাচ্ছিলো তার।

ধীরে ধীরে কর্মী সংখ্যা বাড়াতে লাগলেন। তার প্রতিষ্ঠানে বর্তমানে কর্মী সংখ্যা ১৫। প্রতিষ্ঠানের নাম ওয়্যারহাউজ। অনলাইনে এই নামেই তাদের পেইজ।

সারা বাংলাদেশেই তাদের পণ্য যায়। এছাড়া দেশের বাইরেও পণ্য সরবরাহ করেন। আমেরিকা, লন্ডন, কানাডা থেকে অর্ডার পান নিয়মিতই।

উদ্যোক্তা তাসনিম তার উদ্যোগ নিয়ে বলেন, “আমি বিশ্বাস করি আমার উদ্যেগের পেছনে সবচেয়ে বড় অবদান আমার ক্রেতাদের। তারা না থাকলে আজকে ওয়্যারহাউজ থাকতো না।”

ভবিষ্যতে তিনি তার উদ্যোগকে আরো বড় অবস্থানে নিয়ে যেতে চান। আরো নতুন কিছু পণ্য তৈরির পরিকল্পনা আছে তার।

তরুণ উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো: আপনার জীবনের অনেক শখের কিছু দিয়েও আপনি উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন। যদি আপনি সত্যি ভালোবাসা নিয়ে কোন কাজ করেন তাহলে সফল অবশ্যই হবেন।

উদ্যোক্তা তাসনিম ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারের ওপর স্নাতক করেছেন। এর আগে তিনি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মাসুমা শারমিন সুমি,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here