নারী উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন

চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে ৪দিন ব্যপি একটি প্রশিক্ষণ কর্মসূচি চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মেলন কক্ষে ২ মে, বৃহষ্পতিবার শুরু হয়েছে। ইস্টার্ণ ব্যাংক লিঃ এর সহযোগিতায় এসএমই ফাউন্ডেশন এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করেছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ তাঁর বক্তব্যে চট্টগ্রামের ব্যবসায়িক ঐতিহ্য তুলে ধরে পুরুষের পাশাপাশি নারীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং নারী উদ্যোক্তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ণ ব্যাংকের হেড অব রিটেইল এন্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মিসেস আবিদা মোস্তফা।

 

 

উদ্যোক্তা ডেস্ক, এসএমই ফাউন্ডেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here