নদীবিধৌত মাগুরায় শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০। আজ বাইশে ফেব্রুয়ারি সকালে জেলা কালেক্টরেট মাঠে সাতদিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী র‍্যালীতে বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে শিক্ষার্থী, উদ্যোক্তাদের সাথে অংশ নেন জেলা পরিষদ প্রধান পঙ্কজ কুমার কুন্ডু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম উদ্বোধনী বক্তব্যে মাগুরার উদীয়মান উদ্যোক্তাদের নিয়ে কথা বলেন। মাগুরার মাশরুম পল্লীর কথা উল্লেখ করে তার জেলার নতুন উদ্যোক্তাদের ভবিষ্যতে সকল ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি জানান।

মেলায় ৫০টি স্টলে প্রায় চল্লিশোর্ধ্ব উদ্যোক্তা এসেছেন। এদের মধ্যে মা মৌ খামার, ফেইরি এঞ্জেল, বৈঠা, গ্লোরিয়াস বিউটি পার্লার, ড্রিম মাশরুম সেন্টার, কাছেদ কুটির শিল্প, জোকা, বাবলী ক্রাফট, লাইলা এন্টারপ্রাইজ, মীনা মাশরুম সেন্টার, আত্ম নিবেদিত মহিলা সমিতি সহ অসংখ্য উদ্যোক্তা।

স্টলগুলো অসাধারণ সৃজনশীল পণ্যে ভরপুর। কুটির শিল্পের মধ্যে রয়েছে পোষাক, প্রসাধনী, ঘর সাজাবার তৈজসপত্র, ফুলের নার্সারি প্রভৃতি। মাঝারি শিল্পের কিছু উদ্যোক্তাদের দেখা মিলল মেলা প্রাঙ্গণে। উদ্যোক্তারা তাদের পণ্য উৎপাদন ও বিপননের গল্প শোনাচ্ছিলেন। এছাড়াও, বেশকিছু উদ্যোক্তা তাদের পণ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করছেন।

বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠে। প্রতিটি পণ্য দেখে দেখে ক্রেতা দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য সংগ্রহ করছেন। স্থানীয় পর্যায়ে ক্রেতা-উদ্যোক্তাদের মাঝে মেল বন্ধন সৃষ্টিতে এমেলা সহায়ক হবে বলে প্রত্যেকে আশা করছেন।

সপ্তাহব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত। শেষবেলায় আয়োজন করা হচ্ছে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত।

মশিউর শাফী
ফিল্ড রিপোর্টার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here