দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এক্সক্লুসিভ ‘সিএমএসএমই আওয়ার’ শুরু করেছে ঐক্য ফাউন্ডেশন। যা দেশে উদ্যোক্তাদের জন্য সর্বপ্রথম ‘সিএমএসএমই আওয়ার’।
আজ বৃহস্পতিবার সিএমএসএমই আওয়ারে ঐক্যডটকমডটবিডি সিএমএসএমই উদ্যোক্তাদের চার ধরনের পণ্য পরিচয় করিয়ে দিবে।
আজ বৃহস্পতিবার ঐক্যডটকমডটবিডি oikko.com.bd সিএমএসএমই উদ্যোক্তাদের চার ধরনের পণ্য পরিচয় করিয়ে দিবে সিএমএসএমই আওয়ারে।
এ আয়োজনে চারটি লাইভে যথাক্রমে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট (বিভিন্ন বাস্কেট, প্লেসম্যাট, ডগ বাস্কেট, ক্যাট বাস্কেট, লন্ডি বাস্কেট), শীতল পাটির পণ্য, চামড়াজাত পণ্য, হস্ত শিল্প পণ্য (পার্স, পর্দা, ব্যাগ)।
গত সপ্তাহে ঐক্যডটকমডটবিডি সিএমএসএমই উদ্যোক্তাদের চার ধরনের পণ্য পরিচয় করায় এই সিএমএসএমই আওয়ারে।
প্রথমবারের মতো এ আয়োজনে চারটি লাইভে যথাক্রমে আর্টিফিশিয়াল ফুলের তোড়া, ক্লে সিরামিক্স পণ্য, ডাই কাস্ট কুকওয়্যার এবং সার্জিক্যাল মাস্ক পরিচিত করানো হয়।
ঐক্য ফাউন্ডেশনের এক্সক্লুসিভ সিএমএসএমই আওয়ারে পণ্য পরিচিতকরণে ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সিএমএসএমই উদ্যোক্তা ও উদ্যোগ বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং পরিচালক জান্নাতুল ফেরদৌস তিথি।
দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং এই খাতের টেকসই উন্নয়নে অবদান রাখছে ঐক্য ফাউন্ডেশন। দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের নিয়ে প্রথম টেলিভিশন অনুষ্ঠান ‘উদ্যোক্তা’ পরিচালনা করছে ঐক্য। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ অনলাইন মার্কেট oikko.com.bd তৈরি করেছে ঐক্য ফাউন্ডেশন।
উদ্যোক্তা বার্তা রিপোর্ট