তরুণ ও যুব সমাজের স্বপ্ন ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়া’

0

‘স্মল এইম ইজ এ ক্রাইম, ছোট লক্ষ্য স্থির করা অপরাধ।’ বরাবর এমনটাই দৃঢ়ভাবে বিশ্বাস করে এসেছেন এ পি জে আবদুল কালাম। বিভিন্ন কেতাবি আলোচনায় সে বিশ্বাসই তুলে ধরতেন তিনি বারবার। ২০০২ থেকে ২০০৭ সাল, এই পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতির পদে ছিলেন আবুল পকির জয়নুল আবেদিন আব্দুল কালাম – যিনি ভারতের তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি। ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী।

২০১৪ সালের ১৭ অক্টোবর ঢাকা সফরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর সামনে উদাত্ত আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘তোমাদের স্বপ্নগুলো হবে বাংলাদেশের স্বপ্ন, তোমাদের ভাবনাগুলো হবে বাংলাদেশের ভাবনা এবং তোমাদের কাজগুলো হবে বাংলাদেশের কাজ।’

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশই তরুণসমাজ। দেশের বর্তমান লোকসংখ্যার হিসাবে সাড়ে পাঁচ কোটির বেশি তরুণ রয়েছে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা বার্তা একাধিক তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। তাদের স্বপ্নে, চিন্তা-চেতনায় ফুটে উঠেছে স্বাবলম্বী হবার কথা। তারা বলছেন কাজ-কর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও আপামর জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী ইসমাত আরা অ্যানি উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে কেউ টিউশনি করছে, কেউবা ছোট্ট পুঁজি নিয়ে ব্যবসা করছে। আমি বরাবরই স্বাধীনচেতা। পড়াশুনার পাশাপাশি ছোট যে কোন উদ্যোগই প্রশংসনীয়।’

‘যদিও করোনা পরিস্থিতির জন্য তেমন কোন কিছু আমি নিজে গ্রহণ করতে পারি নাই, তবে ইচ্ছা আছে। আমার কোন উদ্যোগে যদি দেশের উপকার হয়, আমার মাধ্যমে যদি কর্মসংস্থানের সৃষ্টি হয় সেটা হবে দেশের কল্যাণের জন্য কাজ। আমরাই আগামীর ভবিষ্যৎ।’

অ্যানি বলেন, উদ্যোক্তা হতে গেলে প্রশিক্ষণের প্রয়োজন। এরপর তরুণদের জন্য ব্যাংকঋণ, আর্থিক সহায়তা এবং প্রশাসনিক সহযোগিতা পথ সুগম থাকলে লেখাপড়া শেষ করে উদ্যোক্তা হবার পথে এগিয়ে যাওয়া অনেকটাই সহজ। বর্তমান সরকার এসব বিষয়েই কাজ করে যাচ্ছে। ফলে দেশে অসংখ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এবং নিজেরা তরুণ বয়সে ছোট ছোট শিল্প কারখানা, হস্ত শিল্প থেকে শুরু করে নানা ধরণের প্রতিষ্ঠান খুলছে। নিজেরা প্রথম থেকেই চাকরি না করে চাকরি দিচ্ছে।’

বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সামিউল কবীর নিবিড় উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় জীবনের বছর খানেক পর থেকেই ছোট্ট পুঁজি দিয়ে উদ্যোগ গ্রহণ করেছি। আমি নিজেই স্বাবলম্বী হবার পথ বেছে নিয়েছি। এটা আমার মনের ক্ষুধা। পড়াশুনার পাশাপাশি কয়েকজন বন্ধু মিলে আমরা অনলাইনে জার্সি বিক্রি করি। যা কিনা আমাদের অন্য বন্ধুদের ও উদ্বুদ্ধ করেছে। তারাও এখন কিছু করতে চায়। নিজেরা স্বাবলম্বী হতে চায়।’

আন্তর্জাতিক যুব দিবসের ভাবনার কথা জানতে চাইলে নিবিড় বলেন, ‘ আমরা আজকের তরুণরা আত্মবিশ্বাসী ও কর্মোদ্যোগী। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও সামর্থ্য আমাদের আছে। সেই শক্তি দেশের উন্নয়নের জন্য, সঠিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। সর্বোপরি আমরাই তরুণেরা বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্রাটেজি ও লিডারশিপ বিভাগের সহকারী অধ্যাপক ও ইনোভেশন, ক্রিয়েটিভিটি ও এন্ট্রাপ্রেনারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমান বাংলাদেশের উন্নয়নের এই যাত্রায় দেশের তরুণ সমাজের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন ।

তিনি উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর অধিকাংশ তরুণ জনগোষ্ঠী। আমাদের ভিশন ২০৪১, এসডিজি, ডেল্টা প্ল্যানকে যারা পরের ধাপে নিয়ে যাবে তারাই আমাদের তরুণ ও যুব সমাজ। তারাই আমাদের ইর্মাজিং লিডার। তাই ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার, দেশের তরুণ সমাজকে তার অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে হবে। এই তরুণদের সামনেই আজ সফল উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের ও পরিবারের উন্নয়ন এবং বিশ্বের বিভিন্ন আর্থসামাজিক সমস্যাগুলো দূর করার সুযোগ রয়েছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তরুণ বয়সেই আমি সাংসদ ও মন্ত্রী হই। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-বিষয়ক উপদেষ্টা একজন আধুনিক তরুণ ও স্বপ্নদ্রষ্টা। সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নই ডিজিটাল বাংলাদেশ। তরুণদের ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি—সব ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে তরুণেরা ভবিষ্যতের স্বপ্নের বাংলাদেশের নির্মাতা হবে।’

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here