ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্যাভিলিয়নে ছুটির দিনে ক্রেতাদের উপচে পড়া ভীড়।

চলছে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সচরাচর মেলার শেষের দিন গুলোতে পণ্য কেনার ব্যাপক চাহিদা থাকে ক্রেতাদের। ছুটির দিনে পরিবার কে সাথে নিয়ে মেলায় আসছেন ক্রেতারা। সকালে ভীড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চোখে পরে ক্রেতাদের উপচে পড়া ভীড়।

 

জেডিপিসি প্যাভিলিয়ন

সপ্তাহের ক্লান্তি শেষে যখন আসে ছুটির দিন তখন বিনোদনের মাধ্যম মেলা ছাড়া আর কি হতে পারে? জানালেন জেডিপিসি প্যাভিলিয়নের একজন ক্রেতা।

জেডিপিসি’র প্যাভিলিয়নে সাজসজ্জার অলংকার থেকে শুরু করে গৃ্হসজ্জার বৈচিত্র্যময় নানান উপকরণ দেখে মুগ্ধ ক্রেতারা।

ক্রেতাদের উপচে পড়া ভীড়

জেডিপিসি প্যাভিলিয়নের উদ্যোক্তা নার্গিস আহমেদ জানালেন, অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে মেলায় ক্রেতাদের ভীড় বেশি। দেশীয় উদ্যোক্তাদের তৈরি এসব পণ্যের চাহিদা বেড়েছে। ক্রেতারা বৈচিত্র্যময় ও নজরকারা পণ্য দেখছেন, কিনছেন। বিক্রিও হচ্ছে বেশ।

ক্রেতারা পণ্য দেখছেন, কিনছেন

ক্রেতারা জানালেন, মেলায় জেডিপিসি’র পাটপণ্যের ভিন্নতা, মান ও দাম নিয়ে সন্তুষ্ট তারা। কেনাকাটা করতে পারছেন স্বাচ্ছন্দ্যে।

 

শারমীন আয়াত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here