জানতে হবে প্রতিযোগিতা আইন বিষয়েও

0

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)-এর সহযোগিতায় ব্যবসায়ীদের ‘প্রতিযোগিতা আইন’ বিষয়ে জানানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)। এ বিষয়ে বুধবার বন্দর নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম।

বক্তব্য রাখেন চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পরিচালক শাহেদ সরোয়ার, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, বিজিএপিএমইএ’র সাবেক পরিচালক কেএইচ লতিফুর রহমান (আজিম) ও ইউনিভার্সাল এগ্রো কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মো. টিপু সুলতান শিকদার।

আলোচনা সভায় প্রতিযোগিতা আইন সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিসি’র সদস্য জিএম সালেহ উদ্দিন ও লিগ্যাল কাউন্সেলের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার ওমর এইচ খান।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সচেতন করতে কমিশনের সাথে একযোগে কাজ করার লক্ষ্যে বিসিই ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকে প্রতিযোগিতা কমিশনের পক্ষে চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স-এর পক্ষে চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষর করেন।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here