ন্যাশনাল ইয়াং এন্ট্রাপ্রেনিওরস সামিট-২০১৮

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত “ন্যাশনাল ইয়াং এন্ট্রাপ্রেনিওরস সামিট” এ ছয়টি ক্যাটাগরিতে সম্মাননা পেলেন ৬ তরুণ উদ্যোক্তা।

ইয়াং ফটোগ্রাফি এন্ট্রাপ্রেনার অব দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল কুদ্দুস ছোটন, সিইও “ফোকাস ফ্রেম”, স্টার্ট আপ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন আসিফ অভি, ফাউন্ডার এন্ড সিইও “বাই টু গিভ”, রিয়েলস্টেট ক্যাটাগরিতে এম ফকরুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর “ইনডিড প্রোপার্টি”, ইয়াং ইনোভেশন ক্যাটাগরিতে সাব্বির আহমেদ কো ফাউন্ডার অব “পার্কিং কই?”, ইয়াং উইমেন এন্ট্রাপ্রেনার হিসেবে নির্বাচিত হয়েছেন লিজা এ হোসাইন, সিইও ব্র্যান্ডিলেন ৩৬০লিমিটেড এবং ইয়াং বিজনেস পার্সন ক্যাটাগরিতে নির্বাচিত হোন সাইদ রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ” ডিজিটাল হাব সল্যুশন”।

তরুণ উদ্যোক্তার হাতে এ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

আজ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দেশের সবচেয়ে বড় এই জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই তরুণ উদ্যোক্তাদের মাঝে পুরস্কার তুলে দেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম।

তরুণ উদ্যোক্তার হাতে এ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

নিজেদের উদ্যোগের সম্মাননা ও স্বীকৃতি গুণীজনদের কাছ থেকে পেয়ে তরুণ এই উদ্যোক্তাদের সকলেই ছিলেন ভীষন আনন্দিত। ‘ব্র্যান্ডিলেন ৩৬০ লিমিটেড’ এর সত্ত্বাধিকারী লিজা এ হোসেন বলেন, “নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে আমার এ মনোনয়ন ও স্বীকৃতি দেশের আরো নারীদের উদ্যোগ গ্রহনে আগ্রহী করে তুলবে।”

তরুণ উদ্যোক্তার হাতে এ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব আতিকুল ইসলাম

এছাড়াও ‘বাই টু গিভ’ এর সত্ত্বাধিকারী আসিফ অভি বলেন, “এতো বড় একটা জায়গায় এতো উদ্যোক্তাদের মাঝে এসে পাওয়া এ্যাওয়ার্ডটি আমার আগামীর সফলতায় অনুপ্রেরনা হয়ে থাকবে।

সাদিয়া সূচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here