চাঁদপুরে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

0

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শুক্রবার চাঁদপুরে ‘উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৪’ ফিতা কেটে ও  পায়রা উড়িয়ে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী
ডা. দীপু মনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, ‘নারীরা উদ্যোক্তা হয়ে তাদের আয়-রোজগারের ব্যবস্থা করছেন তা-ই নয়, তারা অন্যদের কর্মসংস্থানও তৈরি করছেন।নারীর জয়ের ক্ষেত্রে শুধু নারীর নয়, সমাজেরও জয়।’ কারণ, সমাজের অর্ধেক পিছনে রেখে, একটি সমাজের সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করতে পারি না। নারীকে পিছনে রেখে সমাজ কিন্তু এগিয়ে যেতে পারে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ।

সভাপতিত্ব করেন চাঁদপুর ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তার। উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় উদ্যোক্তাদের উৎসাহ দিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মেলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here