লাভটুসি ইভেন্টস এর আয়োজনে রাজধানী গুলশানে শুরু হয়েছে ২দিনের ফাল্গুন অরা এক্সপো ২০২৪।
দেশি বিদেশি ৩০টিরও অধিক ব্র্যান্ড অংশ নিয়েছে এই এক্সপোতে। চামড়াজাতপণ্য, পাটপণ্য, ফার্ণিচার, হোম ডেকোর আইটেম, হোমমেড আচার, অর্নামেন্টস, জুয়েলারি, দেশিয় পোশাক, জেন্টস আইটেম, হ্যান্ডপেইন্ট শাড়িসহ নানা ধরনের পণ্য রয়েছে।
আয়োজক ওয়াসিব ইসলাম উদ্যোক্তাবার্তাকে জানান, ব্যক্তিগত ভাবে আমি অনেক এক্সিবিশনে অংশ নিয়েছি এবং সেখানে বেশ কিছু সমস্যার সম্মুখিন হয়েছি তাই আমি চেষ্টা করেছি সেই সমস্যাগুলো চিহ্নিত করে, জেনুইন উদ্যোক্তাদের একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দিতে। কারণ অনেকেই আছেন যারা একটি সুন্দর প্ল্যাটফর্মের অভাবে নিজেদের উদ্যোগকে প্রসার করতে পারছে না৷ লাভটুসি ইভেন্টস তাদের জন্যই কাজ করছে।
ইনোভেটিভ এবং ভিন্ন ভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল এই এক্সপোতে। এক্সপোর প্রথম দিন থেকেই ক্রেতাসমাগম লক্ষ্য করা যায়।
৯ ফেব্রুয়ারি শুরু হয়ে এক্সপো চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, সকাল ১০ থেকে রাত ৯ টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত।
সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা