উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট- ২০২০

পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের নারীরাও এখন সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি সেক্টরে নারীরাও নিজেদের যোগ্যতা প্রমাণ করছে এবং নিজেদের মেলে ধরছে সমান ভাবে। ঘর এবং ঘরের বাইরে, পাশাপাশি দেশ সহ দেশের বাইরে এখন নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারীরা বর্তমানে সরকারি, বেসরকারি সহ ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হয়ে উঠছে।


বাংলাদেশে বর্তমানে নারীরা বিজনেসের দিকে বেশী আগ্রহী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতাই বাংলাদেশ ইনোভেশন ফোরামেে আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল উইমেন এমপাওয়ারমেন্ট সামিট ২০২০।

আজ ১৭ জানুয়ারি, সকাল ১০ টাই সৈয়দ মাহমুদ মুসা ডিরেক্টর অব প্লানিং বাংলাদেশ ইনোভেশন ফোরাম শুভেচ্ছা বক্তব্য দেন। পরবর্তীতে নলেজ পার্টনার কোডার ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী নারীদের সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এছাড়াও উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০ এর মূল বক্তা হিসেবে ছিলেন ডিরেক্টর এন্ড সিইও অব স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের রেজওয়না খান, সিইও এন্ড ফাউন্ডার অব এলিগেন্ট ইভেন্ট সলুশন্স রাজিয়া হক কনক, ম্যানেজিং ডিরেক্টর অব ল্যাথেরিনা লিমিটেড তাসলিমা মিজি, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অব স্ট্যাটআপ বাংলাদেশ কাজী হোসনে আরা, আফরোজা সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন ডিপুটি কমিশনার গোপালগঞ্জ ডিসট্রিক্ট শাহিদা সুলতান, লাফিফা জামাল, বিএফডাব্লিউই এর প্রেসিডেন্ট রোকেয়া এ রাহমান, মারিলিন আহমেদ, আমব্রিনা বাশার, সামিয়া রহমান।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজিত উইমেন এম্পাওয়ারমেন্ট সামিট ২০২০ কো-অর্গানাইজেশন উইমেন এন্ড ই-কমার্স, স্ট্রাটেজিক পার্টনার বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি, ব্রডকাস্ট পার্টনার লাইভ টু ওয়েব, ই- টিকেট পার্টনার ই- সফ্ট ওয়েব এন্ড ই-কমার্স সলুশন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here