বিশ্বমানের সেবা ও সুন্দর ডিজাইনের চামড়াজাত পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে গাইবান্ধার বোনার পাড়া স্টেশন রোড এ পিপলস ফুট ওয়্যার এন্ড লেদার গুডস এর শো-রুম উদ্বোধন হয়েছে। নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত চামড়াজাত পণ্য যেমন -ব্যাগ, বেল্ট, জুতা, জ্যাকেট, স্যান্ডেল, মানিব্যাগ ইত্যাদি উত্তরবঙ্গের গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্যে গাইবান্ধা বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য বাজারজাত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যোক্তা রেজবিন হাফিজ সাংবাদিকদের বলেন, পিপলস ফুট ওয়্যার এন্ড লেদার গুডস এর লক্ষ্য শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবসা নয়, আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা। গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল পিপলস ফুট ওয়্যার এন্ড লেদার গুডস এর স্থায়ী শো’রুমের। আমরা ত‍াদের সেই প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত। “

তিনি আরো বলেন- ‘অন্যদিকে ভোক্তার চাহিদা পূরণ করে সঠিক মূল্যে ভাল মানের পণ্য ভোক্তা সরাসরি এই শো-রুম থেকে গ্রহণের সুযোগ পাবে। বর্তমানে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনের মাধ্যমে শো-রুম উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান জনাব মোস্তাক হাসান এনডিসি এবং স্থানীয় বিসিক গাইবান্ধা সহকারী মহাব্যবস্থাপক জনাব রবিন চন্দ্র রায়, শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ সুজন মিয়া, সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফেরদৌস এইসময়ে উপস্থিত ছিলেন।

গাইবান্ধা বিসিকের এজিএম বলেন, “বিসিক শিল্পনগরীতে পিপলস ফুট ওয়্যার এন্ড লেদার গুডস কারখানাটি সম্পূর্ণরূপে চালু হলে স্থানীয়ভাবে প্রায় দুই শত লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছি”।

উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী সময়ে পিপলস ফুট ওয়্যার এন্ড লেদার গুডস এর শো-রুম ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শো-রুম এ ভিড় করেন ক্রেতা ও দর্শনার্থীরা।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here