সিরাজগঞ্জের মেয়ে কানিজ ফাতেমা। ইলেক্ট্রোমেডিক্যাল এ ডিপ্লোমা সম্পন্ন করার পর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন স্নাতকে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় স্নাতক আর শেষ করা হল না।
চাকরি করে নিজেকে একটা গণ্ডিতে আটকে না রেখে উদ্যোগ নিলেন নিজে কিছু করবার। চ্যালেঞ্জ নিয়ে নিজের ফিউচার গড়বেন এমন চিন্তাধারা থেকেই এসএমই ফাউন্ডেশন, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, বি’ইয়া থেকে নিলেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ।
১০ লক্ষ টাকা মূলধন, ৫ জন কর্মী আর ৬টি মেশিন নিয়ে হাজারীবাগে একটি চামড়াজাত পণ্যের কারখানা দিলেন,যেখানে তৈরি হলো নানান ডিজাইনের লেডিস এবং জেন্টস সু,স্যান্ডেল। গাজীপুরের কোনাবাড়ীতে নিলেন একটি শো-রুম। উদ্যোগের নাম দিলেন টপ লেদার। আজ প্রায় ৫০টি ডিজাইনের লেডিস এবং জেন্টস সু, স্যান্ডেল তৈরি হচ্ছে উদ্যোক্তার কারখানায়। এর মধ্যে বি’ইয়া থেকে মিলেছে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা পুরষ্কার।
বর্তমানে ১০ জন কর্মী নিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যমানের উদ্যোগ পরিচালনা করছেন উদ্যোক্তা কানিজ ফাতেমা।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা