চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের সঙ্গে উদ্যোক্তা উন্নয়নের জন্য যুক্ত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ এন্টারপ্রিনিউরশিপ। এই বিভাগটি দেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র উদ্যোক্তা উন্নয়ন এর বিভাগ যেখানে এ বিষয়ে স্নাতক ডিগ্রী দেয়া হয়।
আজকের অনুষ্ঠানে উদ্যোক্তা সম্মাননা ২০১৯ এর পুরস্কার পেছেন নবীন উদ্যোক্তার স্মারক ২০১৯ পুরস্কার পেয়েছে ৮জন,  উদ্যোক্তা সম্মাননা ২০১৯ পুরস্কার পেয়েছেন ৮জন, নুরুল কাদের সম্মাননা ২০১৯ পেয়েছেন একজন এবং ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৯ পুরস্কার পেয়েছেন একজন। মোট ১৮টি সম্মাননা পুরষ্কার দেয়া হয়েছে।
পুরস্কার পেয়েছেন উদ্যোক্তা মোঃ ইমরান হোসেন-ব্রাইট এরিকা লিমিটেড, রিফায়েত ইসলাম- সফট কিং লিমিটেড, মোছাঃ আসমা খাতুন আশা- আশাফুডের জন্য, ফয়সাল মোস্তফা- ভাইজার এক্স, কামরুল হাসান ইমন যার পরিবর্তে সায়েদা জুবায়ের জাবিন- ব্যাকপ্যাক, সাব্বির আহমেদ তামিম- মেডিএইড, মাসুদ তালুকদার- কাপ্তান ডেইরী,  আবরার মাসুম শান্ত- রক্ষী, তাসলিমা মিজি_গুটিপা, হাবিবুর রহমান জুয়েল- মুনলাইট পেট ফ্ল্যাক্স ইন্ডাস্ট্রি,   বি এম শরীফ- স্কাইলার্ক সফট লিমিটেড, ইশরাত জাহান চৌধুরী-তুলিকা, মোঃ খালেদ হোসেন চৌধুরী- এগ্রো ফার্ম লিমিটেড, শাহ এমদাদ উল্লাহ- ওয়াটার পিউরিফায়ার, তানিয়া তোফায়েল হক- নন্দন কুটির, খন্দকার হাসিফ আহমেদ রাহাত- পারফিউমেন্স, মোঃ আব্দুল মান্নান চেয়ারম্যানকে ইউসুফ চৌধুরী সম্মাননা – ইতালী ফুটওয়ার লিমিটেড  এবং  আল মামুন বুলবুলকে নুরুল কাদের সম্মাননা- মাস্টার র‍্যাকস এন্ড ফার্নিচার।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here