অঙ্গশ্রীর বাহারী সব শীতকালীন পণ্যের মেলা

0

দেশীয় পণ্যের উদ্যোক্তাদের শীতকালীন পণ্য নিয়ে ‘অঙ্গশ্রী’ আয়োজন করছে “প্রি-উইন্টার ট্রাংক শো”। রাজধানীর গুলশান ২ এর ইউনিমার্টের এই আয়োজনে অংশ নিয়েছেন দশজন সেরা উদ্যোক্তা।

দুইদিন ব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই বেশ সাড়া মিলছে বলে জানান আয়োজক। আয়োজক আলিয়া ফেরদৌসী বলেন, “শীতকালীন পণ্যকে প্রচার করতে এবং উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের মেলবন্ধন সৃষ্টির উদ্দ্যেশ্যেই তিনি প্রতি মাসে মেলার আয়োজন করেন। এবারের মেলাও তারই একটি অংশ।”

মেলায় এসেছে জামদানী, মসলিন, দেশীয় বাহারী রকমের পোষাক ও নিত্য ব্যবহার্য পণ্য। মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের বেশ আগ্রহ দেখা যায় উদ্যোক্তাদের পণ্য ঘিরে। ‘আমারিওন’ এর জামদানীর উদ্যোক্তা সামিয়া জানান, “এবারের মেলায় আমি জামদানী নিয়ে এসেছি। একটা সময় জামদানী প্রায় হারিয়ে গেলেও বর্তমানে চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন।”

মেলা চলবে আগামীকাল ২৭শে নভেম্বর পর্যন্ত। মেলায় এসে ক্রেতা দর্শনার্থীরা তাদের পছন্দের শীতকালীন পণ্য সংগ্রহ করতে পারবেন এই দুইদিন জুড়ে।

মশিউর শাফী,
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here