গতকাল রাজশাহী সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে আম বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে হরিজন পল্লীর ২৫০০ পরিবারের মাঝে রাসিক মেয়রের পক্ষে আম বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারকে ২ কেজি করে আম প্রদান করা হয়েছে।
আম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি মোঃ আব্দুস সালাম, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম আজহার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আগামী দিনেও এমন বিভিন্ন ধরণের সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান রাসিক মেয়রের লিটন। এই সময়ে মৌসুমী ফল আম পেয়ে খুশি অসহায় হরিজনপল্লীর বাসিন্দাগন।
তামান্না ইমাম
রাজশাহী ডেস্ক, উদ্যোক্তা বার্তা