আগামী ২২-২৪ নভেম্বর, ২০২৪ সময়ে New York, USA-তে অনুষ্ঠেয় Business Expo-2024 শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
মেলার ভেন্যু ঠিক করা হয়েছে The New York LaGuardia Airport Marriott, USA। Shell Scheme এর প্রতিটা বুথের সাইজ 8ft x 8ft যার ভাড়া নির্ধারন করা হয়েছে বাংলাদেশী টাকায় ৪,৫০,০০০.০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার)।
উক্ত মেলায় যেসকল পণ্য প্রদর্শিত হবে ;
তৈরী পোষাক, আইটি ও সফটওয়্যার খাত, হিমায়িত ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ফুড এন্ড বেভারেজ, চামড়া ও চামড়াজাত পণ্য, হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট, ব্যাংক ও বীমা (আর্থিক প্রতিষ্ঠান), ঔষধ শিল্প খাত পণ্য।
উক্ত মেলায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তাগণ ইপিবির নির্ধারিত পূরণকৃত আবেদনপত্র (ডাউনলোড লিঙ্ক: https://cutt.ly/epbform) এবং ইপিবি-এর অনুকূলে প্রযোজ্য হারে অংশগ্রহণ ফি’র সমমূল্যের পে-অর্ডার আগামী ১৭/০৯/২০২৩ তারিখের (দুপুর ২ ঘটিকা) মধ্যে ইপিবির মেলা বিভাগে দাখিল করতে পারেন। আবেদনপত্রের সাথে ইআরসি, ট্রেড লাইসেন্স, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, অংশগ্রহণকারীদের পাসপোর্টের কপি, অন্যান্য দেশে ভ্রমণের ভিসার কপি, সর্বশেষ অর্থবছরের পিআরসি ও অন্যান্য ডকুমেন্টস দাখিল করতে হবে।
মেলা সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ বা সাচিবিক সহায়তার জন্য প্রয়োজনে বিপণন বিভাগ, বিসিক, ঢাকা (বিসিক ভবন, ৭ম তলা, ৩৯৮ মেয়র আনিসুল হক সড়ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮; ফোন: ০১৯৬০৬৭৬৮৬৫, ০১৫৭১৭১৩৬৬৪) এ যোগাযোগ করা যেতে পারে।
ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা