প্রথম ৫ সপ্তাহে DNCC ঐক্য হলিডে মার্কেটে বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৩২ লক্ষ ৫০ হজার টাকার পণ্য।
আশাতীত বিক্রিতে খুশি উদ্যোক্তা এবং ক্রেতারা। ঐক্য ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা, সিএমএমই এঙ্গেজমেন্ট উইং, রাজীব হাসান জানান, “গত ৫ সপ্তাহে বিক্রি আশানুরূপ। বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ৩২ লক্ষ ৫০ হাজার ৪০৭ টাকা । এ সপ্তাহের প্রথম দিনে বিক্রি প্রায় ১৭ লক্ষ ৮০হাজার এবং আমরা প্রত্যাশা করছি উদ্যোক্তারা দুইদিন বিক্রি করবেন প্রায় ৩৫ লক্ষ টাকার পণ্য৷”
ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে দেশের ১০০জন SME উদ্যোক্তা নিয়ে এসেছেন বিভিন্ন রকমের পণ্য। যার মধ্যে আছে, চামড়াজাত পণ্য, লাইফস্টাইল পণ্য, সাজসজ্জা ও গৃহসজ্জার পণ্য, মুখরোচক খাবার, নার্সারির সরঞ্জাম সহ আরও অনেক কিছু।
রাজীব হাসান আরও বলেন, “লাইফস্টাইল পণ্য এবং খাবারের স্টলগুলোর দিকেই বেশি আগ্রহ ক্রেতাদের।”
শুক্র ও শনিবার হলিডে মার্কেটের শেষে ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইদিনে সর্বোচ্চ বিক্রি করেছেন এমন উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। যার ফলে উদ্যোক্তারা আরও বেশি আগ্রহী হচ্ছে৷
উৎসবমুখর পরিবেশে চলছে বেচাবিক্রি। এসএমই উদ্যোক্তাদের পণ্য সরাসরি পৌঁছে যাচ্ছে ক্রেতাদের কাছে। সমৃদ্ধ হচ্ছে এসএমই উদ্যোক্তারা, সমৃদ্ধ হচ্ছে দেশ৷
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা