মিহি সুতার বুননে এক অনবদ্য সৃষ্টি, যার নাম জামদানী। বিশ্বের আর কোথাও নেই যে জামদানী, ঠিক সেই জামদানীই তৈরী হয় আমাদের বাংলাদেশে। ঐতিহ্য কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ জামদানী একমাত্র বাংলাদেশের তাঁতেই বোনা হয়।
হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ঢাকা, সোনারগাঁও, ধামরাই, তিতাবাড়ি, জঙ্গলবাড়ি, বাজিতপুর তাঁতীদের বোনা প্রসিদ্ধ সব জামদানী।
হেরিটেজ হ্যান্ডলুমে তাঁতীদের কাছে জামদানীর অজানা নানান কথা জানার পর এর ঐতিহ্যকে সমুন্নত রাখার পাশাপাশি এর বিলুপ্তিরোধেও ভূমিকা পালন করবেন সকলে। বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য জামদানীর প্রদর্শনী শেকড়মুখী করবে সকল প্রজন্মের দর্শনার্থীদের।