বাংলাদেশের সোনালী আঁশ পাট মানেই যেন প্রতিনিয়ত নতুন সম্ভাবনার হাতছানি। কল্পনার সব রং মিলিয়ে পাট নিয়ে উদ্যোক্তারা তৈরী করছেন বিশ্বমানের সব পণ্য।
উদ্যোক্তা যেন শিল্পী হয়ে উঠেন সোনালী আঁশের প্রতিটি সৃজনশীলতায়। পাট দিয়ে নকশা করা পোশাককে লুফে নিচ্ছেন ক্রেতারা।
এসএমই ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশকে সাথে নিয়ে যৌথভাবে দ্বিতীয়বারের মতো ঢাকার গুলশানস্থ গার্ডেনিয়া গ্রান্ড হলে আয়োজন করেছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। যেখানে বেশ কয়েকটি স্টলে প্রদর্শিত হচ্ছে পাটজাত বহু পণ্য।
সাদিয়া রশ্নি সূচনা