হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল - ২০১৯

বাংলাদেশের সোনালী আঁশ পাট মানেই যেন প্রতিনিয়ত নতুন সম্ভাবনার হাতছানি। কল্পনার সব রং মিলিয়ে পাট নিয়ে উদ্যোক্তারা তৈরী করছেন বিশ্বমানের সব পণ্য।

উদ্যোক্তা যেন শিল্পী হয়ে উঠেন সোনালী আঁশের প্রতিটি সৃজনশীলতায়। পাট দিয়ে নকশা করা পোশাককে লুফে নিচ্ছেন ক্রেতারা।

কেবলমাত্র দেশী ক্রেতাই নয়, বিদেশেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এই চাহিদার যোগান সম্ভাবনার অবারিত দুয়ারে বাড়ছে দক্ষ জনগোষ্ঠী৷ বিশাল কর্মীবাহিনীকে সাথে নিয়ে সোনালী আঁশের সুনামকে পুঁজি করে বাংলাদেশ দৃঢ় পায়ে এগিয়ে চলেছে পাটজাত পণ্যের শিল্পায়নের দিকে।

এসএমই ফাউন্ডেশন, অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশকে সাথে নিয়ে যৌথভাবে দ্বিতীয়বারের মতো ঢাকার গুলশানস্থ গার্ডেনিয়া গ্রান্ড হলে আয়োজন করেছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। যেখানে বেশ কয়েকটি স্টলে প্রদর্শিত হচ্ছে পাটজাত বহু পণ্য।

পণ্যের সমাহারে যুক্ত হয়েছে শাড়ি, পাঞ্জাবী, ব্লেজার, ওয়েস্টার্ন গাউন, স্কার্ফ, কুর্তি, শিশুদের নানান পোশাক, গয়না, ঘর সাজানোর নানান সরঞ্জামসহ আরো অনেক পাটপণ্য।

 

সাদিয়া রশ্নি সূচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here