মেলার ইতিবাচক দিক নিয়ে জেডিপিসি'র নির্বাহী পরিচালক ও বিসিক চেয়ারম্যানের পৃথক বক্তব্য

মেলার ইতিবাচক দিক নিয়ে জেডিপিসি’র নির্বাহী পরিচালক ও বিসিক চেয়ারম্যানের পৃথক বক্তব্য

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক ( অতিরিক্ত সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয়) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘দশ দিনব্যাপী এ মেলা সফল হবে এবং আমাদের উদ্যোক্তারা নতুন নতুন সুযোগ লাভ করবে। করোনার জন্য আমরা বিস্তৃত আকারে বহুমুখী পাট পণ্যের মেলা করতে পারছি না। এমন পরিস্থিতিতে ভার্চ্যুয়ালি জেডিপিসি-ঐক্য ডিজিটাল জুট প্রোডাক্ট ফেয়ার ২০২০ উদ্যোক্তাদের জন্য আনন্দের। ঐক্য ফাউন্ডেশন যে আমাদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা।

জনাব মোঃ মোশতাক হাসান , এন ডি সি, চেয়ারম্যান ,বিসিক। তিনি বলেন, পাটপণ্যের সারা বিশ্বে বিশেষ চাহিদা রয়েছে। আমাদের বিসিকের শিল্প নগরীতে বিশেষ করে নরসিংদীতে পাট পণ্যের পণ্য রয়েছে। আমরা দেশের পাটের ঐতিহ্য ফিরিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here