সপ্তমবারের মতো ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য মেলা শুরু

0

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনের সপ্তম ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য মেলা শুরু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সম্মেলন ও পণ্য মেলা উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।

সম্মেলনে অংশগ্রহণ করছেন বুটিক, পাটজাত, চামড়াজাত, হস্তশিল্প, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী ৮৫জন নারী-উদ্যোক্তা। পণ্যের গুণগত মান, ডিজাইন, রংয়ের ব্যবহার, পাইকারি দাম এবং উৎপাদন সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে বাণিজ্যিক ক্রেতারা অংশগ্রহণকারী নারী-উদ্যোক্তাদের মধ্যে থেকে সাপ্লাইয়ার নির্বাচন করতে পারছেন। ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও পণ্য মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের কর্মজীবী নারীদের একটা বিশাল অংশ এসএমই খাতের সঙ্গে যুক্ত। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঘরে ঘরে ছোট ছোট শিল্প গড়ে তোলার জন্য নিরলস কাজ করছে এসএমই ফাউন্ডেশন।

তিনি আরো বলেন, এ সম্মেলনের মাধ্যমে আমাদের দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ হবে বলে আমি বিশ্বাস করি। এসএমই উদ্যোক্তাদের জন্য ডিসপ্লে সেন্টার তৈরি করাসহ ফাউন্ডেশনকে গতিশীল করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের জন্য প্রয়োজনীয় অর্থসহ একটি জায়গা বা প্লট বরাদ্দ প্রদানের বিষয়টি শিল্প মন্ত্রণালয়ের নজরে রয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৭৮ লাখের বেশি সিএমএসএমই শিল্প প্রতিষ্ঠানের মধ্যে শতকরা মাত্র ৭.২১ ভাগ নারী উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যদিও নারীর জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি এবং নানাবিধ প্রণোদনার কারণে দেশে নারী উদ্যোক্তার সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে এসএমই ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা যায়, পণ্যের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী-উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাধা। ব্যবসা শুরুর দিকে এই সমস্যা আরও প্রকট। ৩৭ শতাংশ নারী-উদ্যোক্তা পূঁজি সংকটের কথা বললেও ২০ শতাংশ নারী-উদ্যোক্তা প্রধান সমস্যা হিসেবে পণ্যের বাজারজাতকরণকে চিহ্নিত করছেন।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here