ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলা-২০২০ সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্যাভিলিয়ন তৃতীয় স্থান অর্জন করছে।

গত ৩ ফেব্রুয়ারি ২০২০ বাণিজ্য মেলা প্রাঙ্গণে বিকাল ৩:০০ ঘটিকায় মেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নির্বাচিত শ্রেষ্ঠ প্যাভিলিয়ন/ স্টলসমূহের পুরস্কার (ট্রফি) বিতরণ করেন। বিসিক মহাব্যবস্থাপক (বিপণন) জেসমিন নাহার মহোদয়ের হাতে সংরক্ষিত প্যাভিলিয়ন বিভাগে তৃতীয় স্থান অর্জনের ট্রফি ও সনদপত্র তুলে দেন।

এসময় বাণিজ্য সচিব জনাব ড. মোঃ জাফর উদ্দীনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিসিক নকশা ও বিপণন বিভাগের সার্বিক তত্বাবধানে প্রায় ২৫০০ বর্গফুট জায়গা নিয়ে এবারের মেলায় প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক প্যাভিলিয়নে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়। স্টলগুলো থেকে ক্রেতাগণ জামদানি, মধু , চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, ঐতিহ্যবাহী শীতলপাটি, শতরঞ্চি ও গৃহিণীদের নিজ হাতে তৈরি দেশীয় আচার সহ ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য ক্রয় করতে পেরেছেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here