রাজধানীতে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের কর্মকর্তাদের ‘Investment Project Preparation and Appraisal- প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট স্কিটি মিলনায়তনে পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিসিকের প্রধান, জেলা, উপজেলা ও আঞ্চলিক কার্যালয়ের ২৫ জন কর্মকর্তাকে প্রকল্প প্রণয়ন বিষয়ক এ প্রশিক্ষণ দেয়া হয়।
মূলত বিসিক, শিল্প সহায়ক কেন্দ্র এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটিতে যোগদান করা নতুন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন।
এর আগে ৫টি ধাপে সারাদেশের প্রায় ১শ ২৫জন বিসিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ বিসিক, স্কিটি ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা