রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে শান্তিবাড়ির আয়োজনে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘ভালো থাকার উৎসব’।
উৎসবে নারী চিত্রশিল্পী ও নারী আলোকচিত্রীদের বিশেষ প্রদর্শনী এবং নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী হচ্ছে।
উৎসবে নারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং সেই সাথে নারীদের আইনি পরামর্শের জন্য বুথ আছে যেখানে নারীরা তাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক টেস্ট করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে।
এছাড়াও ২৭ জন নারী উদ্যোক্তার বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের পসরায় সেজেছে শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারি। দু’দিনব্যাপী আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার (২৭ জুলাই) উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ভিন্নধর্মী এই আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, এই উৎসব শুধুই নারীদের জন্য এবং পুরোটাই নারীকে ঘিরে। দু’দিনের এই বর্ণিল আয়োজনে আমরা নারীর সৃষ্টিশীলতা, দক্ষতা এবং একই সাথে নারীর মানসিক স্বাস্থ্য ও আইনি অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরতে চাই, যা নারীর সার্বিক ভালো থাকাকেই নিশ্চিত করে।
উৎসবের সমাপণী দিন ২৮ জুলাই ২০২৩ শুক্রবার বিকেল ৫টা থেকে চিত্রশালা গ্যালারি মিলনায়তনে হবে বিশেষ সমাপনী অনুষ্ঠান, যেখানে প্যানেল আলোচনা, মনোবিদ ডা. হেলাল উদ্দিন আহমেদ এর বিশেষ সেশন, বিশেষ সাংস্কৃতিক শো থাকবে। এতে উপস্থিত থাকবেন রেহেনা মরিয়ম নূর এর অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন। তিনি দর্শকদের বলবেন তাঁর নিজের জীবনের গল্প।
সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা