শত-শত নারীর কর্মসংস্থান সৃষ্টি করছেন উদ্যোক্তা জেসমিন

0

২০১৭ সাল থেকে উইমেন চেম্বার অফ কমার্স এর “স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট” প্রোগ্রাম প্রজেক্টের আওতায় “সাফা হারবাল বিউটি পার্লার এবং প্রশিক্ষণ কেন্দ্রে” বিউটিফিকেশন কোর্স করিয়ে আসছেন এই উদ্যোক্তা। ইতোমধ্যে জেসমিন আরা বিউটির হাত ধরে কাজ শিখে আজ রাজশাহীর অসংখ্য নারী এখনকার প্রতিষ্ঠিত পার্লার ব্যবসায়ী।

এছাড়াও নিয়মিত ব্রাইডাল মেকওভার, পার্টি মেকওভার, হেয়ারস্টাইল, স্পা, রিবন্ডিং, মেনিকিউর, পেডিকিউর, ফেসিয়াল সহ পার্লারের যাবতীয় সেবা দিচ্ছে সাফা হারবাল বিউটি পার্লার। বর্তমানে পাঁচজন সহযোদ্ধা অক্লান্ত পরিশ্রম করে উদ্যোক্তা জেসমিন আরা বিউটির সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

স্বামী ছিলেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী। হঠাৎ সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। তারপর থেকেই শখের বসে গড়া পার্লারের পাশাপাশি যুক্ত হলো স্বামীর রেখে যাওয়া স্বপ্নীল আয়োজন কমিউনিটি সেন্টার, সৈকত উৎসব কমিউনিটি সেন্টার, সাফা কনফারেন্স রুম, সৈকত ট্রেনিং রুম, স্বপ্নীল ডেকোরেটর এর সাফাওয়াং চাইনিজ রেস্টুরেন্টের মতো বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান। সেসকল প্রতিষ্ঠানের দায়িত্বও কাঁধে তুলে নিলেন এই সাহসী নারী উদ্যোক্তা।

উদ্যোক্তা জেসমিন আরা বিউটি উদ্যোক্তা বার্তাকে বলেন, “স্বামীর সাথে পার্শ্ববর্তী দেশ ভারতে বেড়াতে গিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলাম এখানকার সেরা বিউটিশিয়ান এর হাত ধরে বিউটিফিকেশন কোর্স করতে চাই। পরবর্তীতে দেশে ফিরে পাসপোর্ট, ভিসা সংক্রান্ত সকল বিষয় মিটিয়ে তিন মাসের বিউটিফিকেশন কোর্স করতে ভারত পাড়ি জমাই।কোর্স শেষে দেশে ফিরে রাজশাহীতেই গড়ে তুলি সাফা হারবাল বিউটি পার্লার। পরবর্তীতে দেশে এবং ভারত থেকে আরো বেশকিছু প্রশিক্ষণ গ্রহণের সুযোগ হয়েছে আমার। সামাজিক পাতায় সাফা হারবাল এন্ড ট্রেনিং সেন্টার নামে পেজ রয়েছে আমার।”

স্বামীর অকাল প্রয়াণে রেখে যাওয়া সকল উদ্যোগ কাঁধে তুলে নিয়ে পাশাপাশি নিজের উদ্যোগ ও দক্ষতার সাথে পরিচালনা করছেন উদ্যোক্তা জেসমিন আরা বিউটি। সেইসাথে প্রশিক্ষকের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে শত শত নারীর কর্মসংস্থান সৃষ্টি করছেন এই উদ্যোক্তা।

তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here