দারিদ্রের কষাঘাত সহ্য করতে না পেরে জীবিকার সন্ধানে কিশোরগঞ্জের নীলগঞ্জ থেকে আল-আমিন প্রায় ২৫ বছর আগে রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন। চাকরির জন্য ঢাকায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন, কিন্তু চাকরি পাননি। গুলিস্তানের পার্কে বসে সময় কাটাতেন। কখনো দিনে শুধুমাত্র একটি বাটারবন খেয়ে সারাদিন পার করেছেন।
মোঃ আতাউর রহমান আল-আমিন উদ্যোক্তা বার্তাকে বলেন, ১৯৯২ সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর তাকিয়ে দেখি পরিবারের অবস্থা ভীষণ শোচনীয়। অর্থনৈতিক কষ্টে সংসার আর চলে না। আমরা ছিলাম ৮ ভাই এক বোন। সিদ্ধান্ত নিই ঢাকায় এসে কিছু করার।
যাত্রা শুরুর একবছরের মধ্যেই মাসে ১ লক্ষ টাকার বেশি পণ্যের অর্ডার উদ্যোমী সাহসী মনোবল এবং দৃঢ় মানসিকতা এনে দিলো তরুণ উদ্যোক্তা আল-আমিনের। কর্মী সংখ্যা বেড়ে দাড়ালো ৫জন। ফোক ইন্টারন্যাশনাল গুলশান তাদের মাধ্যমে অস্ট্রেলিয়াতে এক বিশাল অর্ডার মিললো উদ্যোক্তার। ৩৫ হাজার স্কয়ারফিট লেদার কাটতে যে ঘাম উদ্যোক্তা সেদিন ঝরিয়ে ছিলেন সেই অর্ডার তরুণ উদ্যোক্তা আল-আমিনকে জানিয়ে দিলো ৩৯ লক্ষ টাকার একটি আন্তর্জাতিক অর্ডার গ্রহণের এবং সর্বরাহ করবার যোগ্যতা অর্জন করেছেন উদ্যোক্তা আল-আমিন।
জার্মানির ফ্র্যাংকফুট আন্তর্জাতিক লেদার ফেয়ার থেকেই আসলো সেই অস্ট্রেলিয়ার অর্ডারটি। মহিলা অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসলো অর্ডার। একেএকে সব অর্ডার এক উদ্যোক্তাকে জানিয়ে দেয় তার কাজের স্বীকৃতি এবং ব্যবসায়িক সফলতার পথে হাটবার কথা। ১২ জনের মত কর্মী নিয়োগ দিলেন উদ্যোক্তা। সেই সাথে প্রায় ৭ জন কর্মীকে শিখিয়ে পড়িয়ে উদ্যোক্তা তৈরি করেছেন আল-আমিন নিজেই।
আজ নিজে উদ্যোক্তা হয়ে পরিবারকে দাড় করাবার প্রত্যয়ে সফল হয়েছেন উদ্যোক্তা। উদ্যোক্তা হবার পথে পড়াশোনা এগোনো সম্ভব হয়নি কিন্তু জীবন যুদ্ধে জয়ী হয়েছেন। তিন ভাইকে মাস্টার্স পড়াশোনা সম্পন্ন করিয়েছেন উদ্যোক্তা। তৈরি করেছেন কর্মসংস্থান। আজ রাষ্ট্রীয় উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তরে উদ্যোক্তার পণ্য বিশ্বের জন্য প্রস্তুত হয়। তৈরি হয় দেশের মধ্যে উপহার হিসেবে দেবার জন্য। জীবন যুদ্ধে জয়ী একজন সফল উদ্যোক্তা আতাউর রহমান আল-আমিন আজ সফলভাবে পরিচালনা করছেন তার ব্যবসা।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা