রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে পবা উপজেলার পারিলা ইউনিয়নের কেচুয়াতৈল এলাকায় ৫০ একর ভূমির উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বিসিক সূত্রে জানা যায়, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এর মধ্যে ভূমি ও ভূমি উন্নয়নে ব্যয় হবে ১০৫ কোটি টাকা।
বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সকল অবকাঠাম নির্মাণ, রাস্তা, ড্রেন, কালর্ভাট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানা প্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হবে। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন, প্রকল্প পরিচালক প্রকৌশলী হায়দার আলী, বিসিক রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মামুনুর রশিদ।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা