১১০ জন উদ্যোক্তা নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের মিলনমেলা। আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ(বিডা)-র পরিচালক ( উপ-সচিব ) জনাব এ.কে.এম হাফিজুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব জাফর বায়েজীদ। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ফোরাম (বিইএফ) এর সাংগঠনিক উপদেষ্টা জামিলা আফসারী প্রিতী।
আয়োজন টিতে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি জনাব আদহাম বিন ইব্রাহিম এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব এম. সাইমুন কামাল প্রিন্স। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের রাজশাহী বিভাগীয় আহবায়ক মোঃ ওয়াসিফ ইকবাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ উন্নয়ন কতৃপক্ষ (বিডা)-র পরিচালক জনাব এ.কে.এম হাফিজুল্লাহ খান বলেন, “আমার লক্ষ্যে আমি কি করে পৌঁছাবো তার সঠিক পরিকল্পনা থাকতে হবে এবং সেইসাথে সৎ সাহস নিয়ে এগোতে হবে তবেই সফলতা আসবে।” খুব শীঘ্রই রাজশাহীতে ৫-৭ টি সম্ভাবনাময়ী শিল্প নিয়ে কাজ শুরুর কথা বলেন তিনি। এছাড়াও উদ্যোক্তাদের প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন প্রধান অতিথি মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব জাফর বায়েজীদ স্যার উদ্যোক্তাদের বিসিকের ঋণ প্রদানের বিষয়টি সকলের মাঝে তুলে ধরেন। এবং উদ্যোক্তাদের প্রয়োজনে বিসিক সবসময় পাশে থাকবে বলে নিশ্চিত করেন।
আজ শনিবার দুপুর ১২ টাই নগরীর তেরোখাদিয়া সিটি কনভেনশন হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আয়োজনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আয়োজনটিতে স্পন্সরশীপ নেওয়া উদ্যোক্তারা বক্তব্য রাখেন। পরবর্তীতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে আগত বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের জেলা প্রধানরা বক্তব্য রাখেন।
মধ্যহ্নভোজ শেষে আয়োজনটির দ্বিতীয় পর্ব শুরু হয় সেখানে রাজশাহীর দুইজন সফল উদ্যোক্তা অংশ নেন।তাদের মধ্যে এ.জি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল গনি তার সাফল্যের গল্প সকলের মাঝে তুলে ধরার মধ্যে দিয়ে নতুন উদ্যোক্তাদের অনুপ্রানিত করেন।
পরবর্তীতে আয়োজনটিতে স্পন্সরশীপ নেওয়া উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান এবং বিশেষ অতিথি মহোদয়।এবং এক পর্যায়ে উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে মিনিবাজার এর আয়োজন করা হয়।
আয়োজনটিতে ১১০জন উদ্যোক্তা অংশ নেন। এবং তাদের মধ্যে ৯৫ শতাংশ উদ্যোক্তারা বিডা হতে প্রশিক্ষণ প্রাপ্ত। আয়োজনটিতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কিষাণী এর স্বত্বাধিকারী আফসানা আশা।
আয়োজনটির আইটি পার্টনার ছিলেন সিবিএ আইটি ইন্সটিটিউট, এছাড়াও গোল্ড স্পন্সরশীপ নিয়েছিলেন আলহাজ্ব রিয়াদ আহমেদ এর নির্ভেজাল আম।
অঙ্গশ্রী, কুঞ্জবুটিক, মাহি বুটিক, সাত রং, বনলতা ফুড, ডেজার্ট ফিউশন সহ ৪৩ জন উদ্যোক্তা তাদের প্রতিষ্ঠানের নামে কেক, প্রোগ্রাম এবং লোগো স্পন্সর করেন। সবশেষে কেক কাটার মধ্যে আয়োজনটির সমাপ্তি ঘটে।
তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা