রঙরেজিনীর রজতজয়ন্তী ও একক প্রদর্শনীর সমাপ্তি

0

শেষ হলো রঙরেজিনীর রজতজয়ন্তী উৎসব ও দুইদিনব্যাপী একক প্রদর্শনী। শেষ দিনেও সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিলো মধুবন কনভেনশন হলে অনুষ্ঠিত রঙরেজিনীর রজতজয়ন্তী উৎসবে। দেশীয় আদি ঐতিহ্যে ভরপুর এই আয়োজনের দু’দিনই সামিল হয়েছিলেন নানা শ্রেণি পেশার মানুষ, যারা রাজশাহীতে প্রথমবারের মতো এমন আয়োজন দেখে অভিভূত।

শেষ দিনের দ্বিতীয় সেশন ছিল রাজশাহীর সকল সেক্টরের সিনিয়র এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে। তারা রঙরেজিনীকে এবং এর প্রতিষ্ঠাতা আফরোজা আজিজ মুন্নিকে ফুলেল শুভেচ্ছা জানান। নতুনদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জ্যেষ্ঠ উদ্যোক্তারা। পাশাপাশি নতুনরাও সিনিয়রদের পেয়ে তাদের কথা তুলে ধরেন। এর মধ্য দিয়ে রঙরেজিনীর রজতজয়ন্তী উৎসবের শেষ পর্ব রূপ নেয় রাজশাহীর সকল সেক্টরের উদ্যোক্তাদের মিলনমেলায়।

হারিকেন, জাঁতা, সিকা, হাত পাখা, নকশিকাঁথাসহ বাঙালিদের আদি ঐতিহ্য বহন করে এমন পণ্যের সমাহার ছিলো দু’দিনের একক প্রদর্শনীতে। এছাড়াও ছিল পোশাক, গৃহসজ্জা সামগ্রীসহ রঙরেজিনীর বিভিন্ন ধরনের পণ্য। এসবের একেকটিতে মিশে আছে একেক রকম স্মৃতি।

শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রজতজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন ঐক্য ফাউন্ডেশন সভাপতি শাহীন আক্তার রেনী। রাজশাহীতে এমন আয়োজন দেখে ভীষণ খুশি হন তিনি।

শেষদিন উপস্থিত ছিলেন ঢাকা হতে আগত উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নির শুভাকাঙ্ক্ষী বড়বোন উদ্যোক্তা নাঈমা ইসলাম, ওয়েব সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, পাটবাজারের প্রতিষ্ঠাতা উম্মে হাজ সিদ্দিকা, ক্লিক টু বাই প্রতিষ্ঠাতা জাকির হোসেন বিটন, এসএন ফ্যাশনের প্রতিষ্ঠাতা নিলুফা ইয়াসমিন, কাজল বুটিকের প্রতিষ্ঠাতা ইসরাত কিবরিয়া ফেন্সি, সংযুক্তা বুটিক হাউসের প্রতিষ্ঠাতা মরিয়ম বেগম রত্না, খাঁচার প্রতিষ্ঠাতা শাহনাজ রশ্মিসহ বিভিন্ন সেক্টরের অসংখ্য উদ্যোক্তা।

আয়োজন শেষে উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নি উদ্যোক্তা বার্তাকে বলেন, “শখ থেকেই আমার ২৫ বছরের পথচলা সকলের সামনে তুলে ধরা। পাশাপাশি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের ঐতিহ্য বহন করতে শিখে তাদের জন্য এই উৎসব। সকল শ্রেণি পেশার মানুষ, আমার সকল শুভাকাঙ্ক্ষী, প্রিয়জনেরা উৎসাহিত হয়ে এসেছেন। পণ্যগুলো দেখেছেন, বিস্তারিত জেনেছেন, বিভিন্ন আয়োজন উপভোগ করেছেন, যা সত্যিই ভালো লাগার বিষয়।

তামান্না ইমাম
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here