রংপুরে আবার চালু হচ্ছে নর্থ বেঙ্গল জুট মিলস

0

রংপুরের মিঠাপুকুরে অগ্নিকাণ্ডে বন্ধ হওয়া নর্থ বেঙ্গল জুট মিলস আবার চালু হচ্ছে। জুট মিলটিতে পরিবেশবান্ধব পণ্য তৈরি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন চারজন তরুণ ব্যবসায়ী।

প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী নর্থ বেঙ্গল জুট মিলস লিমিটেড পাটের সুতা তৈরি করে সেই সুতা দিয়ে বস্তাসহ বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করবে। একই সাথে পরিবেশ বান্ধব হস্তশিল্প ও নকশীকাঁথাও তৈরি করে রপ্তানি করা হবে।

প্রাথমিকভাবে প্রায় তিনশ মানুষের কর্মসংস্থান হবে প্রতিষ্ঠানটিতে। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে। এখানে পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য তৈরি করে সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটানোই লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০১৯ সালের ২৯ অক্টোবর অগ্নিকাণ্ডে নর্থ বেঙ্গল জুট মিলস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন প্রতিষ্ঠানটির তৎকালীন মালিক। ওই অগ্নিকাণ্ডের পর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here