যুক্তরাজ্যে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলো বাংলাদেশ

0

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল অর্থবছরে বাংলাদেশে যুক্তরাজ্যে ৫শ কোটি ডলারের সমপরিমাণ পন্য রপ্তানির মাইলফলক অতিক্রম করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, এ অর্জনে অবদান রাখা মূল রপ্তানি পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি প্রকৌশল, চামড়া ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল। তবে বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই ছিলো নিটওয়্যার ও তৈরি পোশাক।

ইপিবি আরও জানায়, গত বছরের তুলনায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়েছে। গত বছর ইউরোপের দেশটিতে বাংলাদেশ ৪.৮ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছিল। আর এক দশক আগে রপ্তানি করেছিল ২.৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য।

অন্যদিকে, আমদানির ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে গেল অর্থবছরের মে মাস পর্যন্ত প্রথম ১১ মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮০ মিলিয়ন ডলার।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় রপ্তানিতে রেকর্ড ৬.৬৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here