দেশীয় পণ্য, জুয়েলারি ও মেহেদী

ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা) আয়োজন করেছে ‘মিনা বাজার’ অনুষ্ঠান। দিনব্যাপী এই অনুষ্ঠানটির আয়োজনের মূল উদ্দেশ্য উদ্যোক্তাদের তৈরী দেশীয় পণ্যের প্রচার ও প্রসার করা।

১৭ নভেম্বর শনিবার সকাল ৯ টায় ‘মিনা বাজার’ অনুষ্ঠানটি স্টেট গেস্ট হাউস, পদ্মা-ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সনিয়া সুলতানা নাসরিন, প্রেসিডেন্ট, ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)।

পণ্য ক্রয় করছেন ক্রেতাগণ

তিনি বলেন, “উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য ও স্থানীয় কারুশিল্পের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করা হয় ‘মিনা বাজার’ অনুষ্ঠানটি আয়োজন করার মাধ্যমে । তার পাশাপাশি, এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত তহবিল আমরা বিভিন্ন সেবামূলক কাজে (স্বাস্থ্যসেবা, শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, বৃদ্ধা আশ্রমে অনুদান প্রভৃতি) ব্যবহার করে থাকি”।

‘মিনা বাজার’ অনুষ্ঠানটিতে মোট ৩২টি স্টল রয়েছে যার মধ্যে আছে খাগড়াছড়ির ঐতিহ্যবাহী হাতে বোনা বিয়ের পোশাক, বাহারী রকমের পোশাক, আকর্ষনীয় জুয়েলারি, পূর্ণতা ফ্যাশনের বিভিন্ন রকম পোশাক, মিরপুরের জামদানী ও তাঁতের শাড়ি, লীলাবালি’র তৈরি হারবাল মেহেদী ও সুস্বাদু খাবার।

 

জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here