দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুন্সিগঞ্জ জেলার দুর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বন্যার কারণে খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মানুষেরা এই সহায়তা পায়।

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়, কামারখাড়া, হাসাইল-বানারী ও পাঁচগাও ইউনিয়নে শনিবার (৮ আগস্ট) এই ত্রাণ বিতরণ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ সদর জানায়, স্থানীয় হতদরিদ্র ৫২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

টঙ্গীবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা দেয়া হয়।

দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দেশের দুর্গত এলাকায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here