করোনাকালে কুসুমকলি স্কুলের অসহায় অভিভাবকদের মধ্যে উপার্জন করার উপকরণ সহায়তা দিয়েছেন ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ।
সম্প্রতি রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ বিভাগ স্কুলের অসহায় কর্মহীন ২১ অভিভাবকের মধ্যে রিকশা, ভ্যান ও সেলাইমেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ বিভাগের সম্পাদক ফাইজুন্নেসা মুনা জানান, আমাদের এই সহায়তা কার্যক্রম একটি চলমান কর্মসূচি। আমাদের এই কার্যক্রম নিয়মিত থাকবে।
তিনি বলেন, যাদের উপকরণ সহায়তা দেয়া হলো তাদের নিয়মিত আমাদের নিজস্ব মনিটরিং টিম তদারকি করবে। তদারকির জন্য আমাদের স্কুলের ১২ শিক্ষক মহাদয়কে দায়িত্ব দেয়া হয়েছে বলেও তিনি জানান।
নারী নেত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী কামরুন্নেসা আশরাফ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানবকল্যাণে এ জাতীয় কাজের উদ্যোগ নিয়ে থাকি; যাতে করে সমাজ উপকৃত হতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেডিস ক্লাবের সভাপতি রুমঝুম কবির, সহসভাপতি দূর আফসান চৌধুরী, সাধারণ সম্পাদক মনোয়ারা তাহিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা