টাঙ্গাইল স্টেডিয়ামে সামাজিক দূরুত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করছেন টাঙ্গাইল জেলা প্রশাসন

আসন্ন ঈদ উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মেহনতি মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স ও শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ছয় হাজার শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইল স্টেডিয়ামে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। যেন কেউ সংক্রমিত না হয়।

এসময় টাঙ্গাইল সদর আসনের এম.পি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এম.পি তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here