বেনারসি কুঞ্জ ও উড়ানে স্বাবলম্বী শিরিন

0

বেনারসি কুঞ্জ ও উড়ানে স্বাবলম্বী হয়েছেন উদ্যোক্তা শিরিন আকতার। নিজের পরিচয়ে পরিচিত হবার প্রত্যয়ে সফল উদ্যোক্তা ও সংগঠক হয়ে উঠা। তিনি এখন কান্ট্রি এম্বাসেডর অব নারী উদ্যোক্তা বাংলাদেশ।

উদ্যোক্তা শিরিন আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর, জন্ম ঢাকায় ও বড় হওয়া ঢাকার বাংলামোটর এ। তিনভাই এর একমাত্র বোন তিনি।

উদ্যোক্তা শিরিন আকতার

২০১৯ এ প্রথমে অনলাইনে ‘বেনারসি কুঞ্জ’ নামে একটি পেজ খুলেন এবং দেশীয় শাড়ি নিয়ে কাজ শুরু করেন। তার বেনারসি কুঞ্জ এর প্রথম ক্রেতা ছিলো জাতীয় ক্রিকেটার আশরাফুল।

২০২১ এ ৫ই ফেব্রুয়ারিতে ‘উড়ান’ নামে অনলাইনের পাশাপাশি অফলাইনে একটি আউটলেট নেন যেখানে তার সঙ্গী হয়েছেন তার তিন বন্ধু।

উদ্যোক্তার আউটলেট টি বনশ্রীতে। তার বেনারসিকুঞ্জ এ সকল ধরনের দেশীয় শাড়ি পাওয়া যায়। উড়ান এ পাওয়া যায় সকল ধরনের শাড়ি, পিউর লেদার, রিয়েল পার্ল, ব্লক, বাটিক, খাদি পণ্য,খেলনা সহ নানা রকম পণ্য সামগ্রী।

তিনি জানান: কর্মী আছে সাতজন, তার হেন্ড পেইন্ট শাড়ি, লেদার ও মুক্তার গহনা আবুধাবি, সৌদি, ইটালি গিয়েছে।

তিনি জানান উদ্যোক্তা হওয়ার উদ্দেশ্য শুধুই নিজের একটা পরিচয় তৈরি করা। নারী উদ্যোক্তা সংগঠন ওয়েব (নারী উদ্যোক্তা বাংলাদেশ) কে নিয়ে এগিয়ে যেতে চান বহু দুর।

ভবিষ্যতে তিনি এই সংগঠনের নারীদের এবং সমাজে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করতে চান।

তরুণ উদ্যোক্তাদের জন্য তিনি জানান ‘যে কাজটি করা শুরু করবেন সেটা কে ভালোবাসতে হবে,অনেক বেশী নিষ্ঠা ও অদম্য শক্তি থাকলে সকলেই সফল হতে পারে।’

মাসুমা শারমিন সুমি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here