উদ্যোক্তা দম্পতি- জি.এম আদল এবং সিরাজুম মুনিরা

উদ্যোগের ভাষায় একটা প্রবাদ আছে যে, ‘উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা’। কেউ কেউ জন্মগতভাবে উদ্যোক্তা না হলেও ভালবেসে বিয়ে করেও কেউ কেউ উদ্যোক্তা হয়। তেমনি এক উদ্যোক্তা দম্পতি জি.এম আদল এবং সিরাজুম মুনিরা।

তাদের উদ্যোগের নাম ‘আমার পিরোজপুর ডটকম’। ‘পিরোজপুর জেলাকে ব্র্যান্ডিং করাই আমাদের মূল লক্ষ্য’-এই স্লোগানে উজ্জীবিত হয়ে তাদের উদ্যোগের যাত্রা শুরু। এটি জেলা পণ্য ব্র্যান্ডিং করার একটি ভিন্নধর্মী উদ্যোগ।

জানা গেছে, দু’জনই গ্রাজুয়েট। সম্পর্কে প্রথমে প্রণয়, বিয়ে এরপরে এখন তারা জীবনসঙ্গী। আমার পিরোজপুর.কম এর সহ উদ্যোক্তা হিসেবে রয়েছেন এই তরুণ দম্পতি। জি.এম আদল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে গ্রাজ্যুয়েশন শেষ করেছেন। আর সিরাজুম মুনিরা বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিষয়ে। পড়াশুনা শেষ করে চিরাচরিত চাকরির পেছনে না ঘুরে তারা হয়েছেন উদ্যোক্তা।

আমার পিরোজপুর ডটকম এর যাত্রার শুরুর গল্প জানতে চাইলে এই উদ্যোক্তা দম্পতি জানান, ‘মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষ করে গ্রাজ্যুয়েশন করার উদ্দেশ্যে যখন আমরা ভার্সিটিতে যাওয়া শুরু করি তখন বন্ধুরা অন্যদের মত জিজ্ঞেস করত আমাদের জেলা কোথায়। তখন যখন পিরোজপুরের নাম বললে অনেকেই সঠিকভাবে চিনত না। তখন থেকেই নিজের জেলাকে সবার মাঝে পরিচিত করার একটি স্বপ্ন ছিল। ভাবতাম নিজের জেলাকে নিয়ে এমন একটা উদ্যোগ নেব যার মাধ্যমে এক নামে সবাই পিরোজপুর জেলাকে চিনবে। এভাবেই আমার পিরোজপুর ডটকম এর শুরু।’

‘একই জেলার মানুষ আমরা। দীর্ঘ প্রণয়ের পরে আমরা একে  অপরকে ভালবেসে বিয়ে করি। যেহেতু প্রেম করে বিয়ে করেছি, সেহেতু বিয়ের পরে সময়টা যথেষ্ট স্ট্রাগেলিং ছিল। আমরা দু’জনেই চাকরির জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করি। অনেক কিছুর মাঝেও ভালই চলছিল। তবে এই পরাধীন চাকরি খুব ভাল লাগছিল না। এরই মাঝে হঠাৎ করোনা ভাইরাস প্রকট আকার ধারণ করে এবং লকডাউনের পরে আমরা উভয়েই চাকরি হারাই। চরম সমস্যায় পরি। তবুও হতাশ হইনি। চাকরি যেহেতু পাচ্ছিলাম না, চাকরি থেকে আয় করা যে স্বল্প পরিমান টাকা হাতে ছিল তা নিয়ে আমাদের উদ্যোগ ‘আমার পিরোজপুর ডটকম’ এ পুরোদমে সময় দেয়া শুরু করি। অনলাইনে বেশি করে প্রচার প্রচারণা শুরু করি।ভাল রেসপন্স আসতে থাকে। এ ক্ষেত্রে অনেক কাছের বন্ধুরা এগিয়ে এসেছিল। তাদের কাছে কৃতজ্ঞ। হয়ত তাদের কারণেই আজ আমাদের ভাগ্যের চাকা ঘুরেছে।’

আমার পিরোজপুর ডটকম এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তারা জানান, ‘পিরোজপুর একটি মৎস্য ও কৃষি নির্ভর জেলা। কৃষকরা নানা রকমের ফসল এখানে ফলায়। তার মধ্যে মাল্টা, কালোজিরা চাল অন্যতম। পিরোজপুরকে মাল্টার সুবর্ণভূমি বলা হয়। মাল্টা এ জেলার সরকার কর্তৃক স্বীকৃত একটি ব্র্যান্ড। পিরোজপুরকে বলা হয় মাল্টার সুবর্নভূমি।’

অন্যদিকে পিরোজপুর একটি নদী বিধৌত জেলা। জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে নদী-খাল। ফলে বিপুল সংখ্যক মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। এদের মধ্যে রয়েছে জেলে সম্প্রদায়, যারা নদীতে ও সাগরে মাছ ধরে, আবার কেউ কেউ রয়েছে যারা মাছ শুটকি করে জীবিকা নির্বাহ করে। এর ওপর ভিত্তি করে অনেক শুটকি পল্লীও গড়ে উঠেছে এখানে।

এছাড়াও এ এলাকার কিছু মানুষ প্রাচীনকাল থেকে শীতল পাটি শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। মিষ্টি বাঙালির আপ্যায়নের অবিচ্ছেদ্য অংশ। বাঙালির যে কোনো অনুষ্ঠান মিষ্টি ছাড়া অপূর্ণ থেকে যায়। এর মধ্যে রসগোল্লার স্থান সবার উপরে। শত বছরেরও বেশি সময় ধরে এ এলাকার রসগোল্লা ব্যাপক সমাদৃত। প্রবীণ বিশেষজ্ঞদের মতে- রসগোল্লার আদি উৎপত্তিস্থল এই পিরোজপুরের ভান্ডারিয়ায়।

বর্তমানে আমার পিরোজপুর ডটকমের মাধ্যমে প্রতিনিয়ত বিখ্যাত রসগোল্লাসহ এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত অর্গানিক সুগন্ধি কালোজিরা চাল, অর্গানিক মাল্টা ও শুটকি দেশের নানা প্রান্তে সরাসরি ভোক্তাদের বিপণন করা হচ্ছে। ফলে এ অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে এবং দেশের নানা প্রান্তের সাধারণ ভোক্তারা তাদের কষ্টার্জিত টাকায় ভেজালমুক্ত পণ্য কিনতে পারছেন।

এ জেলার শীতলপাটিসহ কিছু শিল্প বিলুপ্তির পথে। এই শিল্পগুলোকে পুনরুজ্জীবিত করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে আমার পিরোজপুর ডটকম প্রতিনিয়ত কাজ করছে। আমার পিরোজপুর ডটকম-এ এখন পিরোজপুর জেলার বিখ্যাত শীতলপাটিও পাওয়া যায়।

তারা ইতোমধ্যে দেশের ৬৪ জেলার মধ্যে ৩৪ টির অধিক জেলার মানুষের কাছে আমার পিরোজপুর ডটকম-এর পণ্য পৌছাতে সক্ষম হয়েছেন। দিন দিন মানুষের আস্থা এবং বিশ্বাসে এগিয়ে যাচ্ছে আমার পিরোজপুর ডটকম। আমার পিরোজপুর এখন অনেকের কাছেই একটি ব্র্যান্ডের নাম। আমার পিরোজপুর ডটকমকে এগিয়ে নিতে সহযোগী হিসেবে কাজ করছে পিরোজপুর জেলার বিসিক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), ইএসডিপি সহ আরো অনেকে।

উদ্যোক্তা জি.এম আদল এবং সিরাজুম মুনিরা দম্পতি স্বপ্ন দেখেন জেলার শত বেকার তরুণের কর্মসংস্থান হবে আমার পিরোজপুর ডটকমের মাধ্যমে। তারা আরো স্বপ্ন দেখেন ভবিষ্যতে আমার পিরোজপুর ডটকম দেশের অন্যতম একটি ই-কমার্স প্রতিষ্ঠান হবে। সারা বিশ্বব্যাপী পিরোজপুর জেলাকে ব্র্যান্ডিং করবে আমার পিরোজপুর ডটকম।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here