শীত যাই যাই করছে, চারদিকে ফাগুনের আগমনী। এরকম সময়ে বুকল্যান্ড লাইব্রেরি আয়োজন করে শীত উৎসব।
৩ ও ৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) বসুন্ধরা আবাসিকের মেইন গেট সংলগ্ন হ্যাভেলি কমপ্লেক্সের বুকল্যান্ড লাইব্রেরিতে আয়োজন করা হয় দুই দিনের শীত মেলা।
১৬ জন উদ্যোক্তার অংশগ্রহণে মেলায় পিঠাসহ নানা স্বাদের খাবার, শাড়ি, কামিজ, অর্গানিক পণ্য নিয়ে উদ্যোক্তারা বুকল্যান্ড লাইব্রেরির হল সাজিয়েছিলেন।
বুকল্যান্ড লাইব্রেরির কো-ফাউন্ডার ও বুকল্যান্ড জার্নালের সম্পাদক এবং শীত উৎসবের আয়োজক ফারহানা হাসনা তুলি বলেন: বুকল্যান্ড লাইব্রেরি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে প্রায় ত্রিশ হাজারের মতো বই আছে, এছাড়া রয়েছে বিশ্বের নানা দেশের ব্যাংক নোট, কয়েন, কলের গান, টাইপ রাইটার, অ্যান্টিক কালেকশনসহ শিক্ষণীয় অনেক কিছু।

ফারহানা হাসনা তুলি বলেন, ‘বুকল্যান্ড লাইব্রেরি কাজ করছে হেলথ এডুকেশন কালচার নিয়ে। নিজ দেশের সাহিত্য সংস্কৃতিকে তুলে ধরতে বুকল্যান্ড লাইব্রেরি বরাবরই পিঠা মেলাসহ নানা ধরনের আয়োজন করে থাকে। এবার শুধু পিঠা মেলা না, উদ্যোক্তাদের অনুরোধে পিঠার পাশাপাশি হরেক রকমের খাবার এবং উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে বুকল্যান্ড লাইব্রেরির হল সাজানো হয়েছে।’
তিনি আরো বলেন: বুকল্যান্ড লাইব্রেরি সব সময় চায় নিজ দেশের সংস্কৃতির সাথে বতর্মান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে। বতর্মানে মায়েরা সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে পিঠা বানাতে পারেন না। পিঠা কি জিনিস বাচ্চারা ভুলতে বসেছে। বাচ্চাদেরকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন।
উদ্যোক্তাদের কাজ তুলে ধরা এবং বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি একটু ভিন্ন আঙ্গিকে পত্রিকায় লেখালেখি করার ব্যবস্হাও বুকল্যান্ড লাইব্রেরি করে থাকে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো নতুন কিছুর মাধ্যমে সকলকে পরিচয় করিয়ে দেওয়া।

এবারের মেলায় ১৬ জন উদ্যোক্তা বুকল্যান্ডের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন। ছোট পরিসরে করা এই মেলা সকলকে নিয়ে করা সম্ভব হয়নি। এজন্য অনেক উদ্যোক্তাকে ফিরিয়ে দিতে হয়েছে। আগামীতে শুধু শীত উৎসব না, ঈদসহ নানা উপলক্ষকে কেন্দ্র করে বুকল্যান্ড লাইব্রেরি এই ধরনের আয়োজন করবে বলে জানান ফারহানা হাসনা তুলি।
৩ ফেব্রুয়ারি ও ৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) দুই দিনের এই মেলা দুপুর ২টা থেকে রাত ৯টা পযর্ন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল।
আফসানা অভি,
উদ্যোক্তা বার্তা