১১ মে, শনিবার বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা এর সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরে বিসিক আঞ্চলিক কার্যালয় খুলনা ও এর আওতাধীন কার্যালয়সমূহের সম্পাদিত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে অর্ধ বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের সম্মানিত চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার ভৌমিক (গ্রেড-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক ( দক্ষতা ও প্রযুক্তি), জনাব কাজী মাহবুবুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন বিসিক খুলনার আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত), জনাব মো: মাহবুবুর রহমান।
এছাড়াও বিসিক খুলনা ও বরিশাল অঞ্চলের ১৬ টি জেলার শাখা প্রধানগণ, বিসিক আঞ্চলিক কার্যালয় ও প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা