রাজধানীর লালমাটিয়ায় আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর এই ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেওয়া হবে

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বাংলাদেশ এতে জ্ঞান সহযোগিতা দেবে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া  কিংবা উত্তীর্ণ যে কোন মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও পোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফী-এর প্রয়োজন হবে না।

ক্যাম্পের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, সহজ ডট কমের উদ্যোক্তা মালিহা কাদির, মার্ক এন্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, উদ্যোক্তা রিজওয়ানা খান, সৈয়দা নাবিলা মাহবুব, আছিয়া নীলা, শওকত হোসেন, আমিনুল ইসলাম।

অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য – www.bdosn.org/গিবচ

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here