বিডিট্রায়ো শরৎ ক্ষুদ্র উদ্যোক্তামেলা ২০২৩

0

মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের নবম তলার অ্যাভিনিউ গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল একদিনব্যাপী বিডিট্রায়ো শরৎ ক্ষুদ্র- উদ্যোক্তা মেলা ২০২৩। অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

২ সেপ্টেম্বর (শনিবার) বিডিট্রায়ো অনলাইন বাজার ব্যবস্থাপনা সংস্থার উদ্যোগে বিডিট্রায়ো শরৎ ক্ষুদ্র উদ্যোক্তা মেলায় প্রতিষ্ঠিত ও নবীন উদ্যোক্তাদের বিভিন্ন আকর্ষণীয় ও দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় পণ্য সম্ভার প্রদর্শন করা হয়।

বিডিট্রায়ো’র ব্যবস্থাপনা পরিচালক শাহানাজ শাম্মী মেলার আয়োজন সম্পর্কে বলেন: এটি বিডিট্রায়োর ব্যবস্থাপনায় তৃতীয় উদ্যোক্তা মেলা। প্রতিষ্ঠিত ও নবীন উদ্যোক্তাদের প্রণোদনার মাধ্যমে উদ্যোক্তা ও দেশীয় পণ্যকে উৎসাহিত করাই বিডিট্রায়োর আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।

মেলায় হস্তশিল্প, শিশুদের পোশাক, ঐতিহ্যবাহী শাড়ি, রেডিমেড পোশাক, ব্যাগ, ঘড়ি, চুড়ি, কসমেটিকস, জুয়েলারি সামগ্রী, নান্দনিক হোম ডেকোর ও হোমমেড ফুডের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছিলেন উদ্যোক্তারা।

মেলাটিকে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে উপভোগ্য করার জন্য বিডিট্রায়োর পক্ষ থেকে ব্যান্ড সংগীত, বায়োস্কোপ, হাওয়াই মিঠাই ও জোকারসহ বহু চিত্তাকর্ষক উপাদানের আয়োজন করা হয়।

মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যোগাযোগ মাধ্যমের বিশিষ্টজনদের উপস্থিতি ছিলো। একদিনের এই শরৎ উৎসব সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল।

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here