মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বিসিক “বিজয় মেলা-২০২০” আয়োজন করা হচ্ছে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা হইতে ১৬ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।
পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস এর স্বত্বাধিকারী রেজবিন হাফিজ, স্কিটি এবং বিসিকের সহায়তায় এই মেলা আয়োজন করবেন। মেলায় সম্পূর্ণ দেশীয় ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য যেমন পাটজাতপণ্য, চামড়াজাত পণ্য, হ্যান্ডিক্রাফট, চারুকারু, ফুড ইত্যাদি থাকবে। মেলার স্টল বুকিং এর জন্য রেজিস্ট্রেশন চলছে যা চলবে আগামী ৮ ই ডিসেম্বর পর্যন্ত। সাত দিনব্যাপী এই মেলার স্টল ফীসহ যাবতীয় তথ্য জানতে বিসিক স্কিটি ভবনে যোগাযোগ করবেন উদ্যোক্তাগণ।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মেলা পরিচালিত হবে বলে আশ্বাস দিয়েছেন আয়োজকরা। এই মহামারীর সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্যিক সম্প্রসারণ এবং ব্যবসাকে এগিয়ে নেয়ার লক্ষ্যেই মূলত এই মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান বিসিক চেয়ারম্যান, জনাব মোশতাক হাসান, এনডিসি।
মেলার আহবায়ক এবং আয়োজক প্রধান রেজবিন হাফিজ বলেন, “প্রায় ৬০ থেকে ৬৫ জন উদ্যোক্তার স্টল থাকবে মেলায়। অনেক নতুন এবং ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যারা এই মহামারীর কারণে ব্যবসা অনেকটাই থামিয়ে রেখেছেন। তাদের আবারো সক্রিয় করে কর্মে ফিরিয়ে নতুন উদ্যোমে ব্যবসা পরিচালনা করার লক্ষ্যেই মূলত এ মেলার আয়োজন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা মেলা করবো। এই মহামারির সাথে যুদ্ধ করে আমাদেরও এগিয়ে চলতে হবে কারণ আমরা উদ্যোক্তা, আমরা হারতে শিখিনি”।
মেলার স্থান বিসিক স্কিটি প্রাঙ্গণ, উত্তরা। ইন এসোসিয়েশন উইথ ঐক্য ফাউন্ডেশন, আয়োজনে পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস, সার্বিক ব্যবস্থাপনায় বিসিক, স্কিটি এবং সহযোগিতায় SAAB। মিডিয়া পার্টনার উদ্যোক্তা চ্যানেল আই, অনলাইন মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন এবং উদ্যোক্তা বার্তা। অনলাইন মার্কেট পার্টনার oikko.com.bd।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা