বাংলাদেশ ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার পর্দা নামলো

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২, রাজশাহী। আজ ২৮ ফেব্রুয়ারি মেলাটি শেষ হয়।

ত্রিশটি স্টলে একশত উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য সেজেছিল রাজশাহী কলেজ মাঠ। দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের অংশগ্রহণে চামড়াজাত পণ্য, পাটপণ্য,নকশিকাঁথা, প্রসাধনী, মশলা, খাবার,কুটির শিল্প, মধু, হোম ডেকর, বিশুদ্ধ পানি, পোশাক সহ বিভিন্ন পণ্য সেজেছিলো একেকটি স্টল।

মেলায় অংশগ্রহণকারী ঐক্য ডট কম ডট বিডি,অঙ্গশ্রী, রংকল্প, আজব কারখানা, কিষাণী সহ বেশকয়েকটি স্টলে কথা বলে জানা গেছে চারদিনে তারা খুবই ভালো শাড়া পেয়েছেন। এই ধরনের মেলা রাজশাহীতে বারবার চান বলে উদ্যোক্তা বার্তাকে জানান উদ্যোক্তাগন।

এদিকে চার দিনের সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে রাজশাহীকে সাজানো হয়েছিলো বর্ণিল সাজে। ব্যানার-ফেস্টুন, রঙিন পতাকা স্থাপন, রাজশাহী কলেজের সামনে থেকে জাদুঘর মোড় পর্যন্ত সড়ক আলোকায়ন, নগর ভবন, রাজশাহী কলেজ সহ, নগর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড় আলোকায়ন, আলপনা, রাস্তার ডিভাইভারগুলোতে রঙের কাজ সহ রাজশাহীকে নতুনভাবে সাজানো হয়েছিলো। মেলাকে ঘিরে রাজশাহীতে ছিলো উৎসবের আমেজ।

তামান্না ইমাম,উদ্যোক্তাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here