বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা ২০২৩

0

বাংলাদেশের অতুলনীয় ও বৈচিত্র্যময় সৌন্দর্য, বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী রসনাসম্ভারকে বিশ্বের বুকে তুলে ধরতে এবং বহির্বিশ্বের খাদ্যবৈচিত্র্য ও সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে আগামী ০৮-০৯ ডিসেম্বরে শুরু হচ্ছে বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা ২০২৩।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্যটকদের কাছে “সাগরকন্যা” হিসেবে পরিচিত কুয়াকাটার দুই দিনব্যাপী এই উৎসবে থাকছে ফানুস উৎসব, বিচ ভলিবল এবং কারুশিল্প মেলা।

বাংলাদেশের ট্যূরিজমকে এগিয়ে নিতে বাংলাদেশ ট্যূরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বরিশাল বিভাগের সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় বিজয়ের মাসে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল কুয়াকাটা।

দুদিন ব্যাপী কুয়াকাটা সমুদ্র সৈকতে আয়োজিত এই ফ্যাস্টিভ্যাল বরিশাল বিভাগের কারুশিল্প, সংস্কৃতি, ঐতিহ্য রন্ধন শিল্পসহ পর্যটন শিল্প আকর্ষণ উপস্থাপন করবে অনন্যমাত্রায়।

ফেস্টিভ্যালে থাকছে পাট ও চামড়াজাতপণ্য, ফ্যাশন ডিজাইন, জামদানিসহ বিভিন্ন সুভিনিয়র পণ্য।

ফ্যাস্টিভ্যাল উপলক্ষ্যে হোটেল গুলোতে থাকছে ২০-৫০% ছাড়। কুয়াকাটা সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি উৎসব, ফানুস উৎসব, বিচ ফুটবল, বিচ ভলিবলসহ নানান আয়োজন থাকছে সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here