উদ্যোক্তা- শাহেদুজ্জামান জীবন

ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণ শাহেদুজ্জামান জীবন কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি কোচিং সেন্টার খুলবেন বলে সিদ্ধান্ত নিলেন। নিজেদের জমানো টাকায় শুরু করলেন কোচিং সেন্টারের কার্যক্রম। লক্ষ্য ছিলো  ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে সহায়তা করা। নিজের পড়াশোনার পাশাপাশি কোচিং সেন্টারটি চালাতে থাকলেন।

২০০৯ সালে রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন তিনি। বাবার ইচ্ছে ছিলো, ছেলে সরকারি কর্মকর্তা হোক, চাকরি করুক। কিন্তু রাজশাহী ছেড়ে কোথাও যে থাকতে পারবেন না বাবাকে সেটা কি করে বোঝাবেন!

প্রিন্টিং এর কাজে কর্মরত কর্মী

বাবার ইচ্ছানুযায়ী বেশ কয়েকটা  চাকরির ইন্টারভিউ  দিলেন, কিন্তু কোথাও চাকরি হলো না। এরমাঝে কোচিং সেন্টারের কার্যক্রমও চালিয়ে যাচ্ছিলেন।

কোচিং সেন্টারের আয় থেকে কিছু টাকা নিলেন। সিদ্ধান্ত নিলেন নিজেই কিছু করবেন। কিন্তু কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। নিজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও  তিনি ভাবলেন ডিপার্টমেন্টাল কাজ করে রাজশাহীতে ভালো কিছু করা সম্ভব নয়।

প্রজাপতির ডিজাইন জোনে প্রশিক্ষণার্থীরা

ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি অগাধ ভালোলাগা ছিলো তার, মাঝেমাঝে কম্পিউটারে ডিজাইন সম্পর্কিত বিভিন্ন কাজ করতেন। ভাবলেন এই মেধাকেও তো কাজে লাগানো যায়।

২০১২ সালে ২০ লক্ষ টাকা পুঁজি এবং ৪ জন কর্মী নিয়ে ৩৩০ স্কয়ার ফিটের একটি অফিস এবং একটি মেশিন নিয়ে ‘প্রজাপতি অ্যাড ফার্ম’ এর যাত্রা শুরু করেন উদ্যোক্তা শাহেদুজ্জামান জীবন। স্বপ্ন ছিলো প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী সৃষ্টি করে কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে তাদের স্বাবলম্বী করা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখা।

কর্মীদের নিয়ে সেবার মান বাড়ানোর কাজে লেগে পড়লেন। খুব অল্প সময়ে ‘প্রজাপতি অ্যাড ফার্ম’ গ্রাহকদের মনে জায়গা করে নেয়। ব্রান্ড  নিয়ে কাজ করার সুবাদে গ্রাহকের মনস্তাত্বিক বিষয় সম্পর্কে ধারণা চলে আসে উদ্যোক্তার। প্রতিবছর বাড়তে থাকে মেশিন, তার সাথে বাড়ে অফিসের পরিধি এবং কর্মী সংখ্যা।

প্রজাপতির অ্যাড ফার্ম এ কর্মরত কর্মী

তিনি ডিজিটাল ব্যানার, ফেস্টুনসহ আনুসঙ্গিক প্রেসের সাথে সকল প্রকার কাজ পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি প্রজাপতি ইভেন্ট ম্যানেজমেন্টেরও কাজ করে থাকেন।

মাত্র ৩৩০ স্কয়ার ফিট নিয়ে শুরু করা সেই প্রতিষ্ঠানটি বর্তমানে ৩৫০০ স্কয়ার ফিটের একটি প্রতিষ্ঠান। সেখানে স্থায়ীভাবে ২০ জন এবং অস্থায়ী ৪০ জন কর্মী নিয়ে সফলভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন উদ্যোক্তা শাহেদুজ্জামান জীবন।

 

রাজশাহী থেকে রাইদুল ইসলাম শুভ
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here