ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বারো মাস তেরো পার্বন, শীতকাল হলে তো কথাই নেই! শীতকালের আয়োজনে খাবার-দাবারে যেমন থাকে নানারকমের শাক-সবজি, ফলমূল অতিথি আপ্যায়নে তেমনি থাকে হরেক রকমের মুখরোচক পিঠাপুলি।
পিঠা উৎসব চলছে দেশের বিভিন্ন স্থানে। উদ্যোক্তারা পণ্য মেলার সাথে আয়োজন করেছেন পিঠা উৎসবের।
শীতের আমেজে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে যাত্রা ডটকম এর আয়োজনে ধানমন্ডিতে সাইইয়েদেনা কমিউনিটি সেন্টরে সবার জন্য উন্মুক্ত এ মেলা।
তিন দিনব্যাপী আয়োজিত মেলায় দেশীয় পোশাক, হস্তশিল্প, গৃহস্থলী পণ্য, জুয়েলারি, কসমেটিকস, লেডিস ব্যাগ, হোম ডেকোর, জুতা এমনই নানান উৎপাদিত ও অউৎপাদিত পণ্যের সমাহার সাজিয়েছেন উদ্যোক্তারা। মজাদার পিঠা ও ঘরোয়া খাবারসহ আরো অনেক কিছু মেলাকে করছে আকর্ষনীয় ও মনোমুগ্ধকর।
নজরকাড়া দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের নিয়ে বরাবরই বিভিন্ন রকম মেলা ও কর্মসূচির আয়োজন করে থাকেন যাত্রা ডটকম।
মেলায় ৪৮ টি স্টল রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নারী উদ্যোক্তারা তাদের পণ্য নিয়ে।
আয়োজকরা বলেন, “উদ্যোক্তাদের উদ্যোগকে সকলের কাছে পরিচিত করে তোলা এবং উদ্যোক্তা ও ক্রেতাদের মাঝে সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করছি আমরা”।
মেলা নিয়ে উদ্যোক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজন তাদের পণ্যকে ক্রেতা সাধারণের কাছে তুলে ধরতে এবং আরো বেশি সংখ্যক নারীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।
প্রতিদিন সকাল ১০ টায় শুরু হচ্ছে মেলা, চলবে ১৯ ডিসেম্বর রাত ৯ টা পর্যন্ত।
জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা