তাহমিনা কবির কর্ণধার ডলি’স। ছাত্রাবস্থায় তার উদ্যোগের সূচনা। হোম ইকোনমিকস কলেজে রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড অন্ট্রাপ্রেনিউরস ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী তাহমিনা কবির।
সেকেন্ড ইয়ারে পড়ার সময় ২০০০ টাকা নিয়ে শুরু করেন উদ্যোগ। দেশের ঐতিহ্যকে তুলে ধরতে, বৈশ্বিক জলবায়ু সমস্যা মোকাবেলা করতে পলিথিনের বিকল্প হিসেবে ৩ বছর ধরে কাজ করছেন সোনালী আঁশ পাট নিয়ে। ঘরে বসেই তৈরি করছেন পাট ও পাটজাত পণ্য। তার উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন শপিং ব্যাগ, লেডিস ব্যাগ, পার্স, অফিস ব্যাগ, টেবিল ম্যাট, রানার, অর্নামেন্ট বক্স, অর্নামেন্টস, কর্পোরেট গিফট আইটেম ওয়াল ম্যাট, লোগো ফ্রেম ইত্যাদি। তার বর্তমান ব্যবসায়িক মূল্যমান লক্ষাধিক।
পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যাগ বিশ্বজুড়ে যখন উদ্বেগের কারণ, তখন পাট পরিবেশদূষণ কমাবে, এই চিন্তাধারা থেকে পাট নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা তাহমিনা কবির।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা