পঞ্চগড় বিসিক শিল্প নগরীতে চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করছে কর্ণঝড়া এগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কারখানা নির্মাণের ওই প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিকভাবে প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করেছে বিসিক। প্রতিষ্ঠানটি চা প্রক্রিয়াজাত কারখানা নির্মাণে প্রায় ১০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
সম্প্রতি বিসিক শিল্পনগরীতে আনুষ্ঠানিকভাবে কর্ণঝড়া এগ্রো লিমিটেডের চেয়ারম্যান আজমল খানের হাতে ১৬ টি প্লটের বরাদ্দপত্র হস্তান্তর করেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) যুগ্মসচিব মো.খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা দেশের ৬৪ টি জেলার মধ্যে ৬১ টি জেলায় ৭৬ টি শিল্পনগরী আছে। বিসিক শুধু ক্ষুদ্র শিল্প নয়। অনেক বড় বড় প্রতিষ্ঠান বিসিকের অধীনে আজ প্রতিষ্ঠিত। এর মধ্যে ‘আরএফএল’ উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, শিল্পায়নের উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
কর্ণঝড়া এগ্রো লিমিটেড ৯৯ লাখ ৫৮ হাজার ৬৭৮ টাকায় পঞ্চগড় বিসিক শিল্প নগরির ১৬ টি প্লট বরাদ্দ নেন। এ মাধ্যমে পঞ্চগড় বিসিকের ৯৬ টি প্লটের মধ্যে ৮২ টি প্লট বরাদ্দ হলো। প্রতিষ্ঠানটি আগামী এক সপ্তাহের মধ্যেই চা প্রক্রিয়াজাত কারখানা নির্মাণের কাজ শুরু করবে।
অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আনোয়ার সাদত সম্রাাট, মো. আবুল হায়াত, মো. রফিক, আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
এ সময় কর্ণঝড়া’র ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার হাসান জাইদি, ডিরেক্টর এন্ড সিইও এএইচএম সফিকুর রহমান ও চেয়ারম্যান মো. আজমল খান উপস্থিত ছিলেন।
বিসিক, পঞ্চগড়ের উপ-মহাব্যবস্থাপক মো. মাহামাদুল হাসান স্বাগত বক্তব্যে প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রমোশন কর্মকর্তা মো. আজাদ নুর।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা