রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা শেষ হলো আজ।
“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”। এই প্রতিপাদ্যে সারাবিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো।
৮ মার্চ (শুক্রবার) বেলা ১১ টায় রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী। সাথে উপস্থিত ছিলেন সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শবনম শিরিন।
নারীদের সামনে এগিয়ে নিতে এবং তাদের প্রতিভা তুলে ধরতে মেলাটির আয়োজন করেন জেলা প্রসাশক এবং মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী। ১৪ টি স্টল নিয়ে সাজানো মেলা প্রাঙ্গন। ছিলো ফ্রি তে বিউটিফিকেশন ও মোবাইল সার্ভিসিং এর ব্যবস্থা। আজ ৯ মার্চ (শনিবার) সন্ধ্যায় অংশগ্রহনকারী প্রতিটি স্টল প্রদর্শনী নির্বাচন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।
রাজশাহী থেকে রাইদুল ইসলাম শুভ
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা